Kolkata Accident: ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে ব্রিজের নিচে! সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত ২...

Maa Flyover Accident: দ্রুত গতিতে যাওয়ার সময় বাঁকে নিয়ন্ত্রণ হারায় বলে পুলিস সূত্রে খবর। মৃত দিশাদ আলম ও আনিস রানা, ১৮ বছরের দুই তরুণ বউবাজারের বাসিন্দা।  

Dec 22, 2024, 11:00 AM IST
1/6

মা ফ্লাইওভারে দুর্ঘটনা

নান্টু হাজরা: সাত সকালে মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাইক আরোহী ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। 

2/6

মা ফ্লাইওভারে দুর্ঘটনা

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

3/6

মা ফ্লাইওভারে দুর্ঘটনা

চিংড়িঘাটার দিকে থেকে পার্ক সার্কাস যাওয়ার সময় সায়েন্স সিটি মোড়ে ব্রিজের ওপরের ঘটনা।

4/6

মা ফ্লাইওভারে দুর্ঘটনা

দ্রুত গতিতে যাওয়ার সময় বাঁকে নিয়ন্ত্রণ হারায় বলে পুলিস সূত্রে খবর। মৃত দিশাদ আলম ও আনিস রানা, ১৮ বছরের দুই তরুণ বউবাজারের বাসিন্দা।

5/6

মা ফ্লাইওভারে দুর্ঘটনা

আরও জানা যায়, উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে উপর থেকে পড়ে যান দু’জন।

6/6

মা ফ্লাইওভারে দুর্ঘটনা

সাতসকালে দাদার বাইক নিয়ে বেরিয়েছিলেন দিশাদ। চালকের মাথায় হেলমেট থাকলেও পিছনে বসা আরোহীর মাথা ফাঁকা ছিল বলে জানিয়েছে পুলিস।