পুতিনের সুরক্ষায় ৫০০ কেজির বাইক বানাল একে-৪৭ প্রস্তুতকারক সংস্থা

Aug 12, 2018, 15:52 PM IST
1/7

1

1

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বাইকপ্রেমী, তা অনেকেরই জানা। কিন্তু এবার তিনি এমন একটা বাইক পেলেন যা তাঁর দৃঢ় চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে। 

2/7

2

2

এবার পুতিনের সুরক্ষায় এল অত্যাধুনিক বাইক। তাঁর নিরাপত্তা প্রদানকারী কনভয়ে থাকবে কোর্তেজ। 

3/7

3

3

পুতিনের সংগ্রহে বেশ কিছু দামি বাইক ও চার চাকা রয়েছে। আর সেই প্রতিটি সামরিক প্রয়োজনে ব্যাবহার করার মতো করে তৈরি করা। 

4/7

4

4

একে-৪৭ অ্যাসল্ট রাইফেল কালাশিনোকভ প্রস্তুতকারক সংস্থা বাইকটি তৈরি করেছে। 

5/7

5

5

৫০০ কেজি ওজন কোর্তেজের। ১৫০ হর্স পাওয়ার শক্তি সম্পন্ন। গাড়িটি পুরোপুরি কালো রঙের।

6/7

6

6

০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা গতিতে এই বাইক উঠতে পারে মাত্র সাড়ে তিন সেকেন্ডে। এমনিতে বাইকটি সর্বোচ্চ ১১৩ কিমি প্রতি ঘন্টার গতিতে ছুটতে পারবে। প্রস্তুতকারক সংস্থার দাবি, বিএমডব্লুর বাইককে টেক্কা দিতে পারে কোর্তেজ।

7/7

7

7

একে-৪৭ অ্যাসল্ট রাইফেল প্রস্তুতকারক সংস্থার এই বাইক কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষও। তবে বাইকের দাম এখনও জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। ২০১৯-এর শুরুর দিকে আত্মপ্রকাশ করবে এই বাইক। কোর্তেজের ডিজাইনের ক্ষেত্রে কিছুটা পুরনো ও কিছুটা নতুনত্বের ব্যালান্স রাখা হয়েছে।