ফের ২ কোটি অক্ষয়ের, মারণ ব্যাধি রুখতে পুলিসের পাশে বলিউড খিলাড়ি

Apr 28, 2020, 11:38 AM IST
1/5

দেশের কঠিন সময়ে ফের এগিয়ে আসলেন অক্ষয় কুমার। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে লড়াইয়ের জন্য এবার মুম্বই পুলিসের তহবিলে ২ কোটি অনুদান দিলেন অক্ষয় কুমার

2/5

মুম্বই পুলিসের কমিশনার পরমবীর সিং নিজের ট্যুইটার হ্যান্ডেলে অক্ষয়ের অনুদানের খবর জানান। পাশাপাশি পুলিসের পাশে দাঁড়ানোয় আক্কিকে ধন্যবাদও জানান তিনি 

3/5

দেশের এই কঠিন সময় অক্ষয় যেভাবে মুম্বই পুলিসের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন, তার জন্য ধন্যবাদ জানান কমিশনার 

4/5

তবে এই প্রথম নয়, এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটির অনুদান দেন আক্কি

5/5

এরপর ৩ কোটির অনুদান নিয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশেও দাঁড়ান অক্ষয়। চিকিতসক এবং চিকিতসা কর্মীদের পিপিই দিয়ে সাহায়্যের জন্য ৩ কোটির অনুদান দেন আক্কি। এরপরই ফের ২ কোটি নিয়ে মুম্বই পুলিসের পাশে এসে দাঁড়ান বলিউড সুপারস্টার