Albert Einstein: আইনস্টাইনের জীবনের কিছু ঘটনা, যা আজও গভীর রহস্যে ঢাকা...
Albert Einsteins Birthday:বিজ্ঞানীদের বিজ্ঞানী তিনি। তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই। তাঁর আকর্ষণ বা আবেদন শুধু বিজ্ঞানজগতেই সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষও সমান আগ্রহী। তাঁর মাপের এক বিজ্ঞানীর এই রকম খেলোয়াড়সুলভ বা পপসিংগারসুলভ বা ফিল্মস্টারসুলভ জনপ্রিয়তা দেখে চমকে ওঠে সব প্রজন্মের মানুষ। আজ তাঁর জন্মদিন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজ্ঞানীদের বিজ্ঞানী তিনি। তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই। তাঁর আকর্ষণ বা আবেদন শুধু বিজ্ঞানজগতেই সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষও সমান আগ্রহী। তাঁর মাপের এক বিজ্ঞানীর এই রকম খেলোয়াড়সুলভ বা পপসিংগারসুলভ বা ফিল্মস্টারসুলভ জনপ্রিয়তা দেখে চমকে ওঠে সব প্রজন্মের মানুষ। আজ তাঁর জন্মদিন।
তার জীবনের অনেক কিছুই যেমন জানা। তেমনই বহু কিছু অজানা। বা কম চর্চিত। বা রহস্যে ঢাকা। তাঁকে নিয়ে, তাঁর কাজ নিয়ে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, তাঁর পছন্দ-অপছন্দ নিয়ে, তাঁর ভালোলাগা-মন্দলাগা নিয়ে আজও অসংখ্য প্রশ্ন ভিড় করে মানুষের মনে। যেমন, কী তাঁর জিভ বের-করা ছবির কারণ, তাঁর প্রেমজীবন কেমন? তাঁর সন্তানদের সংবাদ কী? তাঁর হবি কী ছিল? কাজের বাইরে তিনি কীভাবে সময় কাটাতেন? এমন কত কী!
আকর্ষণের কেন্দ্রে
![আকর্ষণের কেন্দ্রে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/14/410769-albert-1.png)
যেমন ওই জিভ বের করা ছবি। একবার পাপারাৎজিদের ক্যামেরার ঝলকে এবং তাঁদের প্রশ্নে বিরক্ত হয়ে বারবার তাঁদের ছবি তোলা বন্ধ করার অনুরোধ করছিলেন তিনি। সেই সময়েই এক চিত্রগ্রাহকের তরফ থেকে হাসিমুখে ছবি তোলার অনুরোধ আসে। তিতিবিরক্ত আইনস্টাইন হাসির বদলে জিভ বার করে এই অদ্ভুত ভঙ্গি করেছিলেন। আর সেটিই চিত্রগ্রাহকের ক্যামেরাবন্দি হয়ে যায়। পরবর্তীকালে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং একটি আইকনিক ছবিতে পরিণত হয়।
মজার মানুষ আইনস্টাইন
![মজার মানুষ আইনস্টাইন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/14/410768-albert-2.png)
TRENDING NOW
দরুণ মানুষ
![দরুণ মানুষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/14/410767-albert-3.png)
নিজস্ব মর্জিতে
![নিজস্ব মর্জিতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/14/410766-albert-4.png)
অবসরে
![অবসরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/14/410765-albert-5.png)
ব্যক্তিগত জীবনে দুঃখও কম ছিল না
![ব্যক্তিগত জীবনে দুঃখও কম ছিল না](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/14/410764-albert-6.png)