আলিয়াকে নিয়েই বাবা মার সঙ্গে ছুটি কাটাতে নিউ ইয়র্ক উড়ে গেলেন রণবীর
Jun 21, 2019, 17:55 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ব্যস্ততা থেকে কিছুদিনের ছুটি নিয়ে ক্যানসারে আক্রান্ত ঋষি কাপুরকে দেখতে নিউ ইয়র্ক উড়ে গেলেন রণবীর-আলিয়া।
2/5
অতিসম্প্রতি আলিয়ার অসুস্থতার কারণে বারাণসীতে বন্ধ হয় ব্রহ্মাস্ত্রের শ্যুটিং। মুম্বই ফিরে যান অভিনেতা-অভিনেত্রী। অয়ন মুখোপাধ্যায়ের আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'। ওই ছবিটির একটি গানের শ্যুটিং চলছিল বারাণসীতে।
photos
TRENDING NOW
3/5
নববর্ষের ছুটি কাটাতে নিউ ইয়র্ক গিয়েছিলেন রণবীর ও আলিয়া। রণবীরের পরিবারের সঙ্গে তাঁদের ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
4/5
দেশে ফিরে ফের অক্টোবরে 'ব্রহ্মাস্ত্র'-র বাকি অংশ শ্যুট করবেন রণলিয়া।
5/5
আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বনশালীর পরবর্তী ছবি 'ইনসাল্লাহ' তে। 'শামশেরা' ছবির বাকি অংশের শ্যুটিং করবেন রণবীর।