Maldives-এ Alia-র হুল্লোড়, নায়িকার ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Feb 08, 2021, 13:08 PM IST
1/5

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন আলিয়া ভাট। দিদি শাহিন ভাট এবং দুই বন্ধু আকাঙ্খা রঞ্জন কাপুর এবং অনুষ্কা রঞ্জন কাপুরের সঙ্গে সময় কাটাচ্ছেন আলিয়া। প্রিয় মানুষদের সঙ্গে মালদ্বীপে গিয়ে সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন আলিয়া ভাট।  বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে 

2/5

মালদ্বীপে গিয়ে রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন আলিয়া। 'রাজি' অভিনেত্রীর পর আলিয়ার বন্ধু আকাঙ্খা রঞ্জন কাপুরকে দেখা যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করতে। যেখানে গাঢ় গোলাপী রঙের বিকিনি পরতে দেখা যায় আলিয়া ভাটকে 

3/5

গোলাপী রঙের বিকিনির সঙ্গে চোখে রোদ চশমা এঁটে ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া ভাট। রবিবার রামধনু রঙের বিকিনি পরে ছবি শেয়ার করলেও, সোমবার আলিয়াকে দেখা যায় গোলাপী রঙের বিকিনিতে নিজেকে সাজিয়ে ছবি শেয়ার করতে 

4/5

নতুন বছর শুরুর আগে রণবীর এবং গোটা কাপুর পরিবারের সঙ্গে রাজস্থানের রণথম্ভোরে পাড়ি দেন আলিয়া ভাট। রণথম্ভোরে কাপুর পরিবারের সঙ্গে দেখা যায় আলিয়ার মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাটকেও।  এমনকী, রণথম্ভোর থেকে ফেরার পর আলিয়া এবং রণবীরের সঙ্গে দীপিকার জন্মদিনের পার্টিতে যেতে দেখা যায় শাহিন ভাটকে 

5/5

এদিকে রণথম্ভোর থেকে ফেরার পর সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্যুটিং শুরু করেন আলিয়া ভাট।  গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্য়ুটিং শুরুর পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।  অসুস্থ হওয়ার পরপরই মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অতিরিক্ত পরিশ্রমের জেরেই আলিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। ওই ঘটনার পর ফের জোর কদমে শ্যুটিং শুরু করেন আলিয়া।  শ্যুটিংয়ের মাঝ থেকে সময় বের করে ফের প্রিয় মানুষদের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন আলিয়া ভাট।