PIC | Nitish Reddy's Father: ছেলে দেশের মুখ উজ্জ্বল করেছে, বাবা নতজানু হয়ে অঝোরে কাঁদলেন গাভাসকরের সামনে...

Nitish Reddy's Father | Sunil Gavaskar: গাভাসকরকে দেখতে পেয়েই  তাঁর পায়ে পড়ে যান মুতিয়ালা। শত চেষ্টা করেও আটকাতে পারলেন না গাভাসকর। 

Dec 29, 2024, 20:47 PM IST
1/6

শোচনীয় অবস্থায়

যখন ভারতীয় দলের ব্যাটিং অর্ডার খুব শোচনীয় অবস্থায় ছিল। ঠিক সেই মুহূর্তে 'দ্য স্যাভিয়ার' নীতীশ রেড্ডি এগিয়ে এসে একধার থেকে হাল ধরেন।

2/6

ঝুকেগা নেহি

প্রথমে হাফ সেঞ্চুরি করে পা বুঝিয়ে দিলেন, 'পুস্পা ঝুকেগা নেহি'। এবং সেঞ্চুরি করে তিনি বলে দিলেন 'বাহুবলি' এখনও 'জিন্দা হে'। 

3/6

মুতিয়ালা রেড্ডি

ছেলের সেই অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থাকলেন মুতিয়ালা রেড্ডি। পুত্রের শতরানের পর ক্যামেরা তাক করেছিল পিতার দিকে। গ্যালারিতে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি। 

4/6

ঈশ্বরকে ধন্যবাদ

ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন। মেলবোর্নে পঞ্চম দিন সুনীল গাভাসকরের সঙ্গে দেখা হল নীতীশ রেড্ডির পিতার। সঙ্গে ছিলেন পরিবারের বাকিরাও। সেখানে দেখা গেল এক সুন্দর দৃশ্য।

5/6

পায়ে পড়ে যান

গাভাসকরকে দেখতে পেয়েই  তাঁর পায়ে পড়ে যান মুতিয়ালা। শত চেষ্টা করেও আটকাতে পারলেন না গাভাসকর। 

6/6

শান্তির হাসি

তার পরেই মুতিয়ালাকে জড়িয়ে ধরেন গাভাসকর। দেখা যায়, মুখে শান্তির হাসি এবং চোখে জল। টেস্টে নিজের প্রথম শতরান পিতাকেই উৎসর্গ করেছেন নীতীশ।