Alien Message From Mars: মঙ্গলগ্রহ থেকে ১৬ মিনিটে পৃথিবীতে পৌঁছল আশ্চর্য সিগন্যাল! জানা গেল অজানা রহস্য...

Alien Message From Mars: পৃথিবীর বাইরে কোথাও প্রাণের চিহ্ন আছে কি না, সেটা বহু দিন ধরেই খুঁজছেন গবেষকরা। কখনও আশার আলো দেখা যাচ্ছে, কখনও যাচ্ছে না। তবে চেষ্টাটা জারি আছে।   

| Nov 14, 2024, 16:12 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর বাইরে কোথাও প্রাণের চিহ্ন আছে কি না, সেটা বহু দিন ধরেই খুঁজছেন গবেষকরা। কখনও আশার আলো দেখা যাচ্ছে, কখনও যাচ্ছে না। তবে চেষ্টাটা জারি আছে। সেই সব চেষ্টা সংঘবদ্ধ, পরস্পরযুক্ত, প্রতিষ্ঠানের আওতায়। এর বাইরে ব্যক্তিগত পরিসরের চেষ্টাও আছে।

1/6

মহাজাগতিক

তেমনই এক চেষ্টার ছবি দেখা গেল। মহাজাগতিক এক সিগন্যালের রহস্যভেদ করলেন এক বাবা ও তাঁর মেয়ে। 

2/6

সিগন্যালের রহস্যভেদ

না, তবে একেবারে বিচ্ছিন্ন নয়। আ সাইন ইন স্পেস প্রজেক্ট-এর অধীনে গবেষকরা এমন সব সিগন্যালের রহস্যভেদ করার চেষ্টা করে চলেছেন।

3/6

মঙ্গল থেকে

গত বছরের মে মাসে মঙ্গল গ্রহের চারপাশে ঘুরতে থাকা মহাকাশযানের মাধ্যমে সিগন্যালটি এসে পৌঁছয়। 

4/6

বাবা ও মেয়ে

ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্পেসক্র্যাফ্টে আসা ওই সিগন্যাল অনলাইনে আপলোড করা হয়েছিল। প্রায় এক বছর ধরে ওই সিগন্যাল নিয়ে কাটাছেঁড়া করেছেন বাবা কেন শ্য়াফিন ও তাঁর মেয়ে।

5/6

গতিময় সিগন্যাল

গত জুন মাসে ওই সিগন্যালে রহস্যভেদ করতে সাফল্য পান তাঁরা। তাঁরা খতিয়ে দেখেন সিগন্যালটি কোনও একটি জায়গায় স্থির হয়ে নেই!

6/6

১৬ মিনিটে

জানা গিয়েছে, এই সিগন্যাল মঙ্গল থেকে পৃথিবীতে পৌঁছেছে মাত্র ১৬ মিনিটে। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অ্যালেন টেলিস্কোপে ধরা পড়ে সেই সিগন্যাল। ধরা পড়ে ইতালির বোলোগনার মেডিসিনা রেডিও অ্যাস্ট্রোনমিক্যাল স্টেশনেও। এরপর অনলাইনে আপলোড করা হয় এই সংক্রান্ত তথ্য। অ্যামিনো অ্যাসিড থেকেই তৈরি হয়েছিল ওই সিগন্যাল।