Govt Banglo Booking: তদবিরের কোনও প্রয়োজন নেই, একমাত্র অনলাইনেই হবে উত্তরবঙ্গের সব বনবাংলো-র বুকিং

Jul 30, 2022, 17:41 PM IST
1/5

কোনও মন্ত্রি-আমলার সুপারিশের প্রয়োজন নেই। ফরেস্ট ডেভলপমেন্টের পোর্টালের মাধ্যমে আবেদন করলেই মিলবে বন বাংলো। শনিবার জলপাইগুড়িতে এমনটাই জানালেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

2/5

বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আজ এক বৈঠকে বসেন জ্যোতিপ্রিয় মল্লিক। ওই বৈঠকের পরই সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয় বন দফতরের বাংলোগুলি বুক করতে গেলে বন দফতরের পোর্টালে গিয়েই তা করতে হবে। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

3/5

এমনকি বনমন্ত্রী স্বয়ং কোনও বন বাংলোতে থাকতে চাইলেও তাঁকে সরাসরি ফরেস্ট জেভলেপমেন্ট কর্পোরেশনের পোর্টালের মাধ্যমে বাংলা বুক করতে হবে। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

4/5

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী,  জলপাইগুড়ি‌র জেলাশাসক মৌমিতা গোদারা, পুলিস সুপার দেবষি দত্ত-সহ বনদফতর ও বিভিন্ন প্রশাসনিক আধিকারিক‌রা। বৈঠকে বিভিন্ন উন্নয়ন‌মূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বনমন্ত্রী গতকাল আলিপুরদুয়ার থেকে বনবিভাগের আধিকারিক সাথে বৈঠক করে রাতেই পৌঁছান জলপাইগুড়িতে। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

5/5

এদিন জলপাইগুড়ি  সার্কিট হাউসে প্রথমে তৃণমূল কর্মচারী ফেডারেশনের কর্মীদের সঙ্গে কথা বলেন জ্যোতিপ্রিয়। উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। সেখানে কর্মীদের সঙ্গে একটু রেগে কথা বলতে দেখা যায় তাঁকে। পরে জলপাইগুড়ির জেলাশাসকের কার্যালয়ে বনবিভাগ, জেলা পরিষদ সহ অন্যান্য দপ্তর ও বনবিভাগের আধিকারিক ও কর্মীদের নিয়ে বৈঠকে করেন মন্ত্রী। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস