EXPLAINED | Shakib Al Hasan Banned: এখন পুরোপুরি নিষিদ্ধ সাকিব! সব রকমের ক্রিকেটে জারি হল ফতোয়া, কিন্তু কেন?
Shakib Al Hasan Banned: একের পর এক ধাক্কা খাচ্ছেন সাকিব আল হাসান! সব রকমের ক্রিকেটে ফতোয়া জারি করল আইসিসি!
1/5
নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান!
নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। আইসিসি অনুমোদিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশের স্টার অলরাউন্ডার। সাফ জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে আগেই নিষিদ্ধ করেছিল। এবার চলে এল আইসিসি-র ফতোয়া। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটs ও দেশের বাইরে কোনও ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন না সাকিব!
2/5
সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে বিসিবি যা বলছে...
বিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে যে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন প্রতিযোগিতায় বল করা থেকে নিষিদ্ধ হয়েছে। এর ফলস্বরূপ, সাকিবকে বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।'
photos
TRENDING NOW
3/5
সাকিবের দুঃসময় চলছেই...
বাংলাদেশের পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী, শেখ হাসিনার মতোই খুনের মামলায় অভিযুক্ত সাকিব। জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র-জনতা আন্দোলনে নিহত এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামী হিসেবে নাম উঠে এসেছে সাকিবের। এসব অভিযোগ কাঁধে নিয়েই চুটিয়ে খেলে যাচ্ছিলেন তিনি। ভারতে টেস্ট খেলতে এসেও ফেঁসেছিলেন তিনি। শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বিদ্ধ হয়েছেন সাকিব। আর্থিক তছরুপের দায়ে নাম উঠেছে তাঁর। এর মধ্য়েই এখন ফের তাঁর কাঁধে নিষেধাজ্ঞার খাঁড়া!
4/5
সাকিব নিজের দেশেও ফিরতে পারছেন না
আন্দোলনকারীদের নিশানায় আওয়ামী লিগের সকল নেতাকর্মীরা। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের টিকিটে জিতেছিলেন সাকিব!হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই সাকিবের কার্যালয়ে জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এখন তাঁদের টার্গেট খোদ সাকিব! ফলে সাকিবের দেশে ফেরাতও নিষেধাজ্ঞা রয়েছে। ওদিকে বদলের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই পরিস্থিতিতে বড় কথা বলে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিবকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল
5/5
সাকিব কি এবার শুধুই ব্যাটার হিসেবে খেলবেন?
বিদেশের মাটিতে সাকিবকে শুধু ব্যাটার হিসেবে খেলানো হবে কিনা তা নিয়েও এখন সংশয় থাকছে। সাকিবের কাছে ক্রিকেট বলতে ছিল কাউন্টি ও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ। কিন্তু ইসিবি-র ফতোয়ায় সেখানেও খেলা হবে না তাঁর। নিয়মবিরুদ্ধ বোলিং অ্যাকশনের কারণে আইসিসি-ও বোলার হিসেবে তাঁর খেলার রাস্তা বন্ধ করে দিল। শাকিবকে এখন খেলতে হবে কেবল ব্যাটার হিসাবেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সাকিবের সীমাবদ্ধতা নিঃসন্দেহে চাপে ফেলবে বাংলাদেশকে।
photos