'অল ইজ নট ওয়েল', কলকাতায় পর্যালোচনা বৈঠকে বললেন উপ-মুখ্য নির্বাচন কমিশনার

Mar 16, 2019, 23:23 PM IST
1/5

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনার পর উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীজ জৈনের মুখ থেকে বেরিয়ে এল,'অল ইজ নট ওয়েল'।  

2/5

ব্যাপারটা কী? এদিন বৈঠকের মাঝে এক জেলাশাসক বলেন,''অল ইজ ওয়েল''। তাঁর মুখের কথা ছিনিয়ে সুদীপ জৈন বলেন,''অল ইজ মনট ওয়েল''।    

3/5

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যথেষ্ট কড়া উপ মুখ্য নির্বাচন কমিশনার। এসপি-ডিএমদের বৈঠকে বলেন,''আপনাদের এই ভোটে নেতৃত্ব দিতে হবে। আপনাদের নিরপেক্ষ থাকতে হবে। স্বচ্ছতার সঙ্গে ভোট করাতে হবে''।  

4/5

শুধু তাই নয়, অধস্তন কর্মীরা পক্ষপাতিত্বমূলক কাজ করলে সুপার ও জেলাশাসককে দায় নিতে হবে বলে স্পষ্ট করেছেন সুদীপ জৈন। 

5/5

তাঁর নির্দেশ,''সঙ্গে সঙ্গে চিহ্নিত করে বাদ দিয়ে দিন। ব্যবস্থা নিন। না হলে পক্ষপাতিত্বের দায় আপনাদের নিতে হবে''। তবে কলকাতা পুলিস কমিশনারের ভূমিকায় সন্তুষ্ট নির্বাচন কমিশন।