বন্যায় আটকে পড়া মহালক্ষী এক্সপ্রেস থেকে উদ্ধার সব যাত্রী, নিয়ে আসা হচ্ছে স্পেশ্যাল ট্রেনে

Jul 27, 2019, 15:53 PM IST
1/7

অবশেষে মহালক্ষী এক্সপ্রেসের সব যাত্রীকে উদ্ধার করা গিয়েছে বলে সেনা সূত্রে খবর। 

2/7

জানা যাচ্ছে, ১৯ কামরা-সহ একটি স্পেশ্যাল ট্রেনে কোলহাপুর থেকে কল্যাণ আনা হচ্ছে ওই যাত্রীদের। 

3/7

সেন্ট্রাল রেলের জনসংযোগ আধিকারিক প্রধান সুনীল উদাসি জানান, ৬০০-র বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। 

4/7

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মুম্বইয়ে ভয়াবহ বন্যার জেরে ২টি ট্রেন বাতিল করা হয়। ৯টি ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে।

5/7

শনিবার বদলাপুর ও ওয়ানগানির মধ্যে আটকে পড়ে মুম্বই-কোলহাপুর গামী মহালক্ষ্মী এক্সপ্রেস। খবর পেয়ে উদ্ধারে নামে বায়ুসেনা, নৌসেনার কপ্টার ও এনডিআরএফ।

6/7

মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে আটকে পড়ে ট্রেনটি। বৃষ্টির জল উঠে পড়ে ট্রেনের দরজা পর্যন্ত। যে জায়গায় ট্রেনটি আটকে পড়ে সেখান থেকে কাছের জনবস্তিও অনেক দূরে। 

7/7

ফলে ট্রেন থেকে নামতে সাহস পারছিলেন না যাত্রীরা। যাত্রীদের বিস্কুট ও জল বিতরণ করতে শুরু করে পুলিস।