EXPLAINED | Allu Arjun | India's Highest Paid Actor: ৩০০ কোটি পেয়েও অল্লু ২! সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতার ২৪-এ সিনেমা ০! কীভাবে?

India's Highest Paid Actor: অল্লু অর্জুন কেন দেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা নন! একে আছেন কে তাহলে?

Dec 13, 2024, 16:02 PM IST
1/5

গ্রেফতার অভিনেতা অল্লু অর্জুন!

  Allu Arjun Arested

দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। 'পুষ্পা ২'-র স্ক্রিনিংয়ে পদদলিত হয়ে প্রাণ হারান এক মহিলা, আহত হয়েছিলেন বেশ কয়েকজন! সেই ঘটনায় পদক্ষেপ করল হায়দরাবাদ পুলিস। এই ঘটনায় শুক্র সকালে অভিনেতার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত এই খবরে যখন সারা দেশের চোখ, ঠিক তখনই জেনে নিন যে, 'পুষ্পা ২' করে ৩০০ কোটির পেচেক পেয়েও কীভাবে অল্লু ভারতের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায় দুয়ে!  

2/5

বক্স অফিসে সুনামি তৈরি করেছে পুষ্পা ২'

Pushpa 2: The Rise is Breaking Box Office

অল্লুর 'পুষ্পা ২' মোটে ৮ দিনেই সারা দেশে আয় করেছে ৮২২.৭ কোটি টাকা। সারা বিশ্ব জুড়ে সুকুমারের সিনেমার মোট আয় ১০১২.৭ কোটি টাকা। বোঝাই যাচ্ছে যে, ঠিক ঝড়টা না উঠেছে। দ্রুততম ১০০০ কোটির ব্য়বসা করা ভারতীয় ছবি হিসেবে 'পুষ্পা ২' রেকর্ড করেছে। অল্লু এই সিনেমা করতে ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলেই রিপোর্ট।   

3/5

কেন অল্লু অর্জুন ভারতের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা নন?

Why Allu Arjun Is Not India's Highest Paid Actor

অল্লুরই মুকুটে দেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতার পালক জুড়ে যাওয়া উচিত। কিন্তু তেমনটা ঘটেনি। একে আছেন শাহরুখ খান! অথচ কিং খান চলতি বছর কোনও সিনেমাই করেননি। গতবছর তাঁর পরপর তিন সিনেমা মুক্তি পেয়েছিল- 'পাঠান' 'জওয়ান' ও 'ডানকি', সলমান খানের সঙ্গে ক্য়ামিয়ো ('টাইগার ৩') জুড়লে শাহরুখের অভিনীত সিনেমার সংখ্য়া হবে চার।  

4/5

শাহরুখ খানের লভ্য়াংশের ভাগ

Shah Rukh Khan's Profit Share For Pathaan Was 55%

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার মতে 'পাঠান'-এর জন্য শাহরুখ খানের লাভের অংশ ছিল ৫৫ শতাংশ! যার ফলে তিনি অংশীদারিত্ব থেকেই ৩৫০ কোটি টাকার উপর পকেটে ঢুকিয়েছেন। ঠিক এই কারণেই তিনি এখনও ভারতের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা। 'জওয়ান' থেকে শাহরুখ আরও বেশি উপার্জন করেছেন। কিন্তু সেই সুপার-ডুপার হিট ছবির প্রযোজকও ছিলেন তিনি। ফলে তার সকল উপার্জন প্রযোজক হিসাবেই ধরা হচ্ছে।  

5/5

ভারতের অন্যান্য সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা

Other Highest-Paid actors of India

সলমান খান তাঁর সিনেমার স্যাটেলাইট এবং ডিজিটাল রাইট থেকেও একটি অংশ নেন, যা ২০০ কোটি টাকার কাছাকাছি। আরেক খান আমির তাঁর সিনেমার লভ্য়াংশের ৬০ শতাংশ নেনে। হৃতিক রোশন হলেন একমাত্র অন্য বলি স্টার যিনি ছবি পিছু ১০০ কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। যেখানে অক্ষয় কুমার, অজয় ​​দেবগন এবং রণবীর কাপুর ৭০ থেকে ৮০ কোটি টাকার মতো পারিশ্রমিক নেন। দক্ষিণে, রজনীকান্ত, বিজয়, প্রভাস, এবং রাম চরণরা সম্প্রতি  ২০০ কোটি টাকার বেশি পেচেক নিয়েছন বলেই রিপোর্ট! আগে যা ১০০ কোটির মতো ছিল।