কাঁধে মৃতদেহ, মাইল হেঁটে সৎকারের কাজে নিয়ে গেলেন মহিলা পুলিস
Feb 02, 2021, 13:33 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: অন্ধ্রপ্রদেশ মহিলা পুলিসের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। নিজের কাঁধে করে অজ্ঞাত পরিচয়ের মৃত এক বৃদ্ধকে নিয়ে যান সৎকারের কাজে।
2/7
কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে যান সাব ইন্সপেক্টর শীর্ষা।। তিনিই ছিলেন পথ প্রদর্শক।
photos
TRENDING NOW
3/7
ওই বৃদ্ধ পোশাক ছাড়া নগ্ন অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন। তাঁর সৎকারের কাজে কেউ হাত বাড়াচ্ছিল না। তখন এগিয়ে আসেন শীর্ষা।
4/7
শীর্ষা ওই বৃদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যান। ওই গ্রাম থেকে সৎকারের কাজে কাঁধে করে নিয়ে যান তিনি।
5/7
নিজে দাঁড়িয়ে থেকে এক স্বেচ্ছ্বাসেবী সংস্থার সহযোগিতায় দাহকার্য সম্পন্ন করেন শীর্ষা।
6/7
অন্ধ্রপ্রদেশ পুলিস গোটা ঘটনার ভিডিও টুইট করেছে। তাঁরা স্যালুট জানিয়ে বলে, 'আপনি যে পেশা বেছেছেন ,যে ইউনিফর্ম পরে আছেন, আজ তাঁর জন্য গর্ব অনুভব করছি আপনার কাজে৷ আপনার কাজের জন্য আমরা প্রশংসিত'।