আইপিএলে রাজস্থানের নতুন কোচ কে হলেন, জেনে নিন

Oct 21, 2019, 21:52 PM IST
1/5

তিন বছরের চুক্তিতে রাজস্থান দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

2/5

২০০৯ সালে তিনি খেলেছিলেন দিল্লির হয়ে। ২০১২-২০১৩ মরশুমে তিনি খেলেন বেঙ্গালুরুতে।  

3/5

ক্রিকেটার ম্যাকডোনাল্ড এবার নতুন দলে নতুন ভূমিকায়।  

4/5

অস্ট্রেলিয়ার এই অল রাউন্ডার কোচিং করিয়েছেন লেস্টারশায়ার, ভিক্টোরিয়া ও মেলবোর্ন রেনেগেডসের।

5/5

নতুন দায়িত্ব পেয়ে ম্যাকডোনাল্ড জানান, "আমি মুখিয়ে আছি রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার জন্য। বিশ্বের সেরা ক্রিকেট লিগে এত বড় দায়িত্ব পাওয়াটা আমার কাছে সম্মানের। রাজস্থান রয়্যালস আমার জন্য নতুন চ্যালেঞ্জ।"