Liquor Price Drop: 'উল্লাস' বলে লাফিয়ে উঠল সুরাপায়ীদের তৃষিত হৃদয়! বড়দিনের আবহে দাম কমছে মদের! কতটা?
Liquor Price Drop: বিশ্ব জুড়ে এবার শীতের মিঠে-মধুর-কড়া আবহ। এমন আবহেই তো ক্রিসমাস মানায়। আর যদি ক্রিসমাসে শোনা যায়, দাম কমছে সুরার, তবে তার চেয়ে আনন্দের, খুশির, উল্লাসের আর কী হতে পারে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীত জমেছে, পাহাড়ে তুষারপাত হচ্ছে। বিশ্ব জুড়ে এবার শীতের মিঠে-মধুর-কড়া আবহ। আর এমন আবহেই তো ক্রিসমাস মানায় বেশি। আর যদি ক্রিসমাসের মাহেন্দ্রক্ষণে শোনা যায়, দাম কমছে সুরার, তবে তার চেয়ে আনন্দের, খুশির, উল্লাসের আর কী হতে পারে সাধারণ সুরাভক্ত থেকে বর্ষজীবী সুরারসিকদের কাছে? হ্যাঁ, তেমনই ঘটেছে। হঠাৎ করেই মদের দাম কমার সুখবরটি শোনা গিয়েছে!
1/6
কিঞ্চিদধিক
photos
TRENDING NOW
3/6
সস্তা হুইস্কি
4/6
পানীয়ব্যবসায় ওঠা-নামা
5/6
সাধ্যের মধ্যে টেকিলা
6/6
উৎফুল্ল সুরারসিকেরা
তবে, এই দামটা কমছে, এদেশে নয়, আমেরিকায়। 'ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকসে'র প্রাপ্ত তথ্য থেকে এটা জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ক্রিসমাসের বাজার। উৎসবের মুড। এমন আবহে পানীয়ের দাম কমায় সুরারসিকেরা উৎফুল্ল হয়ে উঠেছেন। ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় এখন হুইস্কি ও টেকিলার স্বল্পমূল্য নিয়ে রীতিমতো চর্চা চলছে। খুশির আবহ সাধারণ মানুষের মধ্যে।
photos