Liquor Price Drop: 'উল্লাস' বলে লাফিয়ে উঠল সুরাপায়ীদের তৃষিত হৃদয়! বড়দিনের আবহে দাম কমছে মদের! কতটা?

Liquor Price Drop: বিশ্ব জুড়ে এবার শীতের মিঠে-মধুর-কড়া আবহ। এমন আবহেই তো ক্রিসমাস মানায়। আর যদি ক্রিসমাসে শোনা যায়, দাম কমছে সুরার, তবে তার চেয়ে আনন্দের, খুশির, উল্লাসের আর কী হতে পারে?

| Dec 18, 2024, 13:18 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীত জমেছে, পাহাড়ে তুষারপাত হচ্ছে। বিশ্ব জুড়ে এবার শীতের মিঠে-মধুর-কড়া আবহ। আর এমন আবহেই তো ক্রিসমাস মানায় বেশি। আর যদি ক্রিসমাসের মাহেন্দ্রক্ষণে শোনা যায়, দাম কমছে সুরার, তবে তার চেয়ে আনন্দের, খুশির, উল্লাসের আর কী হতে পারে সাধারণ সুরাভক্ত থেকে বর্ষজীবী সুরারসিকদের কাছে? হ্যাঁ, তেমনই ঘটেছে। হঠাৎ করেই মদের দাম কমার সুখবরটি শোনা গিয়েছে!

1/6

কিঞ্চিদধিক

গত বছর, ২০২৩-এর সঙ্গে তুলনায় এ বছর কিছু কিছু পানীয়ের দাম একটু বেশি হলেও, সুরারসিকদের জন্য সুখবর আছে। 

2/6

সত্যিই?

কী সুখবর? হুইস্কি ও টেকিলার দাম কমছে! তা-ও এই ফেস্টিভ সিজনে! ভাবা যায়?

3/6

সস্তা হুইস্কি

জানা গিয়েছে, গত বছরের তুলনায় হুইস্কি এবার দামের দিক থেকে ২ শতাংশ সস্তায় মিলছে। তবে, বারে পান করতে গেলে অবশ্যই অতিরিক্ত কড়ি গুনতে হবে। এই দাম কমার সুবিধাটা সম্পূর্ণত 'হোম কনজাম্পশনে'র ক্ষেত্রে প্রযোজ্য। 

4/6

পানীয়ব্যবসায় ওঠা-নামা

তবে এটা ঠিক, ২০১৯ থেকে ২০২৪ সময়পর্বে সব ধরনের অ্যালকোহলের দাম বেড়েছে ১৫ শতাংশ! তবে ওভারঅল কনজাম্পশনের দিক থেকে তা অনেক কম, কেননা সেখানে বৃদ্ধির অঙ্কটা-- ২৩ শতাংশ! 

5/6

সাধ্যের মধ্যে টেকিলা

টেকিলা একটু বিলাসীদের পানীয়, একটু অভিজাত। তবে সেটাও এই বাজারে বেশ অ্যাফর্ডেবল হতে চলেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টেকিলার দাম অনেকটা কমে গিয়েছিল। ফলে এর বিপণনে খুবই সুবিধা হয়েছিল এই পানীয়ের নির্মাতাদের। 

6/6

উৎফুল্ল সুরারসিকেরা

তবে, এই দামটা কমছে, এদেশে নয়, আমেরিকায়। 'ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকসে'র প্রাপ্ত তথ্য থেকে এটা জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ক্রিসমাসের বাজার। উৎসবের মুড। এমন আবহে পানীয়ের দাম কমায় সুরারসিকেরা উৎফুল্ল হয়ে উঠেছেন। ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় এখন হুইস্কি ও টেকিলার স্বল্পমূল্য নিয়ে রীতিমতো চর্চা চলছে। খুশির আবহ সাধারণ মানুষের মধ্যে।