''অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়ের লড়াইয়ের জন্য লাভবান হচ্ছে এখনকার ক্রিকেটাররা''

Apr 11, 2019, 12:43 PM IST
1/5

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

এক সময় লড়াই চালিয়েছিলেন অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়রা। তাঁদের সেই লড়াইয়ের জন্য এখন লাভবান হচ্ছেন বর্তমান ক্রিকেটাররা। এমনই মন্তব্য করেছেন বীরেন্দ্র শেহবাগ। 

2/5

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

কবাডি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন শেহবাগ। সেখানেই তিনি এমন কথা বলেন। বীরু বলছিলেন, একটা সময় বিসিসিআই-এর রেভিনিউ শেয়ার ক্রিকেটারদের মধ্যে বন্টনের দাবিতে লড়াই করেছিল কুম্বলে, সচিন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়রা। ওদের সেই লড়াইয়ের ফল ভোগ করছে এখনকার ক্রিকেটাররা। 

3/5

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

ক্রিকেটারদের পারিশ্রমিক অন্য খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের থেকে অনেকটাই বেশি। অন্তত এদেশে এমনটাই হয়। শেহবাগ বলছিলেন, এখনকার ক্রিকেটাররা যে জায়গায় রয়েছে সেখানে থাকা সম্ভব হত না যদি কুম্বলে, দ্রাবিড়রা লড়াই করত। ওরা দীর্ঘদিন নিজেদের দাবি নিয়ে বিসিসিআই কর্তাদের সামনে সরব হয়েছিল। 

4/5

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

ফুটবল বা অন্য কোনও খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের আর্থিক উন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে উদ্যোগ নিতে হবে বলে জানান বীরু। 

5/5

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

কুম্বলে, দ্রাবিড়ের লড়াই নিয়ে বললেন শেহবাগ

ভারতে কবাডির উন্নতির কথাও বললেন শেহবাগ। তিনি বলছিলেন, কবাডিতে একইসঙ্গে দুটি টুর্নামেন্ট চলতে পারে অনায়াসে। কিন্তু ক্রিকেটে সেটা সম্ভব নয়। কবাডির উন্নতি করতে হলে টুর্নামেন্ট আয়োজনের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে।