Jalpaiguri: শাবলের আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে এল গোখরোর, ৩০টি সেলাই দিয়ে বাঁচালেন পরিবেশ প্রেমী-চিকিত্সক

Jan 16, 2022, 14:06 PM IST
1/5

প্রায় অসাধ্য সাধন করলেন জলপাইগুড়ির এক পরিবেশ প্রেমী ও পশু চিকিত্সক। 

2/5

জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিশতলা এলাকায় রাস্তার ধরে পড়ে থাকা বিদ্যুতের খুঁটির মধ্যে লুকিয়ে ছিল একটি বড়সড় গোখরো। সেই খুঁটি তুলতে গিয়েই বিপত্তি।

3/5

বিদ্যুত্ দফতরের কর্মীরা ওইসব খুঁটি গাড়িতে তুলতে গিয়ে গোখরোটির গায়ে শাবলের আঘাত লাগে। গভীর ক্ষত হয়ে যায় গোখরোটির দেহে। বেরিয়েপড়ে নাড়িভুঁড়ি।

4/5

খুঁটির নীচে থেকে রক্তাক্ত সাপটিকে দেখামাত্রই খবর দেওয়া হয় এলাকার পরিবেশপ্রেমী বিশ্বজিত্ দত্ত চৌধুরীকে।  তিনি সাপটিকে উদ্ধার করে নিয়ে যান জেলা পশু হাসপাতালে।

5/5

হাসপাতালে গোখরোটির শরীরে ৩০টি সেলাই পড়ে। পাশাপাশি সেটিকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। সেটি সুস্থ হওয়ার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।