নারী দিবসে ইতিহাস ভারতীয় মেয়েদের, প্রথমবার ফেড কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে সানিয়া-অঙ্কিতারা

Mar 09, 2020, 12:39 PM IST
1/5

আন্তর্জাতিক নারী দিবসে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা টেনিস দল। প্রথমবার ফেড কাপের প্লে অফে পৌঁছে গেল ভারত।

2/5

 ইন্দোনেশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে মেয়েদের ফেড কাপে ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে জায়গা করে নিলেন সানিয়া মির্জা-অঙ্কিতা রায়নাদের দল।

3/5

চার বছর পর ফেড কাপের দলে ফিরে চমকে দিলেন সানিয়া মির্জা। অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে ডাবলস ম্যাচ জিতে নিলেন হায়দরাবাদী টেনিস সুন্দরী।

4/5

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে টাইয়ে প্রথম সিঙ্গলসে হেরে যান ভারতের রুতুজা ভোসালে। দ্বিতীয় সিঙ্গলসে জিতে সমতা ফেরান অঙ্কিতা রায়না। এরপর নির্নায়ক ডাবলসে সানিয়া-অঙ্কিতা জুটি জয় ছিনিয়ে আসে।

5/5

ইতিহাস গড়ে সানিয়া মির্জা টুইট করেন, "... অসাধারণ একটা টিম গেমে এই জয়। ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে এবার আমরা আসছি। এই প্রথমবারের জন্য।"