রাজনীতির ময়দানে টলি তারকারা, বিন্দাস ছুটি কাটাচ্ছেন Ankush-Oindrila

Mar 23, 2021, 17:02 PM IST
1/8

সুযোগ পেলেই দুজনে মিলে একসঙ্গে ছুটি কাটাতে চলে যান। গত জানুয়ারিতে গিয়েছিলেন হিমচলপ্রদেশ, গরমের ছুটিতে অঙ্কুশ-ঐন্দ্রিলার গন্তব্য মালদ্বীপ।  

2/8

মালদ্বীপে ছুটি কাটানোর ছবি ও ভিডিয়ো নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অঙ্কুশের ইনস্টাগ্রাম পোস্ট থেকে অনুমান সোমবারই মালদ্বীপে উড়ে গিয়েছেন তাঁরা। 

3/8

মালদ্বীপের সৈকত সংলগ্ন যে রিসর্টে তাঁরা রয়েছেন, তার একটি ভিডিয়ো করেও পোস্ট করেছেন অঙ্কুশ। সেই রিসর্টের ঘর থেকেই দেখা যাচ্ছে নীল সমুদ্র, যা দেখলে মন ভরবে আপনারও। 

4/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

 ভিডিয়োতে সৈকত সংলগ্ন মনোরম রিসর্ট দেখে শিশুদের মতোই উচ্ছ্বসিত হতে দেখা গেল অঙ্কুশকে। 

5/8

টানা ১০ বছর ধরে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। বেশকিছুদিন আগে zee ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ নিজেই জানিয়েছিলেন, এবছরের ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করছেন তাঁরা। 

6/8

অন্যদিকে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছে মালদ্বীপে ছুটি কাটানোর কিছু ছবি। 

7/8

ঐন্দ্রিলার ইনস্টাগ্রাম স্টোরিতেও মালদ্বীপের নীল সমুদ্র, সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত লেন্সবন্দি হয়েছে। 

8/8

প্রসঙ্গত, টলিপাড়ায় যখন তারকাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার হিড়িক তখন সেসব থেকে নিজেদের দূরেই রেখেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। Zee ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, ''আমার কাছেও প্রস্তাব এসেছিল, কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত নই। আমি সবসময় প্রকাশ্যে নিজের মতামত জানিয়েছি। আর, কাদা ছোড়াছুড়িতে আমি যেতেও চাই না।''