Anubrata Mandal: জামিন অনুব্রতের! এবার কি 'কারামুক্ত' কেষ্ট? পুজোর আগেই ফিরছেন বীরভূমে?

Anurata Mandal bail: গত কয়েক মাসে সিবিআই-ইডির এরাজ্যের বিভিন্ন মামলায় জামিনে পেয়েছেন অনেকেই। এরমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাপস মন্ডল, নিলাদ্রি দাস, নিলাদ্রি ঘোষ, জীবন সাহা, মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে বউ সহ আরও একাধিক অভিযুক্ত। ওদিকে রেশন দুর্নীতিতে বাকিবুর, শঙ্কর আঢ্য, বিশ্বজিৎ দাস। গতমাসে এদের জামিন দিতে গিয়ে ইডিকে কার্যত তুলোধনা করে ইডি আদালত।  

Sep 20, 2024, 17:54 PM IST
1/6

অনুব্রত মণ্ডলের জামিন

Anurata Mandal bail

রাজীব চক্রবর্তী: মেয়ে পেয়েছিল আগেই, পিতৃপক্ষে এবার পিতার জামিন। গোরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল।  

2/6

অনুব্রত মণ্ডলের জামিন

Anurata Mandal bail

১০ লক্ষ টাকার বেল বন্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ইডি মামলায় জামিন পেলেন কেষ্ট।  

3/6

অনুব্রত মণ্ডলের জামিন

Anurata Mandal bail

এরফলে অনুব্রত মণ্ডলের জেলমুক্তিতে কোনও বাধা থাকল না। কারণ গত ১৩ জুলাই সিবিআইয়ের মামলায় অনুব্রতকে আগেই জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট।  

4/6

অনুব্রত মণ্ডলের জামিন

Anurata Mandal bail

আজ ইডি মামলায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলেন রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক জ্যোতি ক্লেয়ার।  

5/6

অনুব্রত মণ্ডলের জামিন

Anurata Mandal bail

তবে লিখিত নির্দেশ আগামিকাল দেওয়া হবে। তাই সেক্ষেত্রে আজ-ই মুক্তি পাচ্ছেন না অনুব্রত।  

6/6

অনুব্রত মণ্ডলের জামিন

Anurata Mandal bail

গতবছর ৮ মার্চ দোলের দিন অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছিল ইডি। তারপর থেকে দিল্লির তিহাড় জেলে আছেন কেষ্ট।