Anushka Sharma: ফের গর্ভবতী অনুষ্কা? জল্পনা উস্কে ছবি পোস্ট 'বেবি বাম্পের'!

Anushka Sharma: ফের বাবা হতে চলেছেন বিরাট? দ্বিতীয়বার অন্তসত্ত্বা অনুষ্কা? এই জল্পনার মধ্যেই 'বেবি বাম্পে'র ছবি পোস্ট অভিনেত্রীর।

Oct 27, 2023, 11:21 AM IST
1/7

গর্ভবতী অনুষ্কা?

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের মা হতে চলেছেন অনুষ্কা? এই খবরেই সরগম নেটপাড়া। এই জল্পনার মধ্যেই ইনস্টাগ্রামে 'বেবি বাম্পে'র ছবি পোস্ট অভিনেত্রীর।

2/7

গর্ভবতী অনুষ্কা?

অনুষ্কার দুটি ছবি পোস্ট করেন। দুটি ছবিতেই অভিনেত্রীকে দেখা যায় ফোন হাতে  বাগানে বসে আছেন। সেখানে তাঁকে একটি ফোন ব্র্যান্ডের প্রচার করতে দেখা গিয়েছে।

3/7

গর্ভবতী অনুষ্কা?

সেই ছবির মধ্যেই একটি ছবি তাঁর প্রথম গর্ভাবস্থার। অভিনেত্রী আসলে তাঁর প্রথম গর্ভাবস্থার ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 

4/7

গর্ভবতী অনুষ্কা?

তবে সূত্রের দাবি, গতবারের মত এবারেও অভিনেত্রী তাঁর অন্তঃসত্ত্বার খবর লোকাচ্ছেন। তিনি নাকি এই জল্পনাকে এড়ানোর জন্য দূরে রয়েছেন।  

5/7

গর্ভবতী অনুষ্কা?

এমনকি সম্প্রতি নাকি ম্যাটারনিটি ক্লিনিকে যান অনুষ্কা-বিরাট। কিন্তু তাঁরা পাপারাৎজিদের কোনও ছবি প্রকাশ না করার অনুরোধ করেন!  

6/7

গর্ভবতী অনুষ্কা?

২০১৭ সালে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন অভিনেত্রী। ২০২১ সালে তাঁদের প্রথম কন্যা সন্তান ভামিকার জন্ম হয়।

7/7

'চাকদা এক্সপ্রেস'

অনুষ্কাকে আসন্ন 'চাকদা এক্সপ্রেস' ছবিতে দেখা যাবে। যেখানে তিনি ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে মুখ্য চরিত্রে আছেন।