লঞ্চ হল Apple Watch 4, এবার ঘড়ি দিয়েই এবার করা যাবে ECG

Sep 13, 2018, 00:59 AM IST
1/7

অ্যাপলের ঘড়ি

Apple 7

তিন বছর আগে অ্যাপল ওয়াচ বাজারে আসার পর চতুর্থ সংস্করণ মন্ত্রমুগ্ধ করতে চলেছে দুনিয়ার অ্যাপলপ্রেমীদের। ইসিজি-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে হাজির ঘড়ি। দেখে নিন এক নজরে   

2/7

অ্যাপলের ঘড়ি

Apple 6

আগের চেয়ে বড় ডিসপ্লে- ৩০ শতাংশ বড়। থাকছে জিপিএস। নতুন ইন্টারফেজ। ১৮ ঘণ্টা সচল থাকবে ব্যাটারি।  

3/7

অ্যাপলের ঘড়ি

Apple 5

কোথাও পড়ে গেলে এসওএস অপশন দেবে ঘড়ি। এক মিনিটের মধ্যে জবাব না পেলে আপনাআপনি জরুরি পরিষেবা কেন্দ্রে কল চলে যাবে। আপনার স্থানও বলে দেবে। 

4/7

অ্যাপলের ঘড়ি

Apple 4

হার্টরেট কমে গেলেই অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেবে ঘড়ি। 

5/7

অ্যাপলের ঘড়ি

Apple 3

ঘড়িতে করা যাবে ECG। 

6/7

অ্যাপলের ঘড়ি

Apple 2

ডুয়েল কোর ৬৪ বিট এস ফোর প্রসেসর ব্যবহার করা হয়েছে অ্যাপল ওয়াচের চতুর্থ সংস্করণে। পুরনো মডেলের চেয়ে পারফরম্যান্স দ্বিগুণ।  

7/7

অ্যাপলের ঘড়ি

Apple 1

সিলভার, গোল্ড ও স্পেস গ্রে-তিনটি রঙে মিলবে। মার্কিন যুক্তরাষ্ট্রে জিপিএস সংস্করণের দাম পড়বে ৩৯৯ ডলার। এলটিই মডেলের দাম পড়বে ৪৯৯ ডলার, এই ঘড়িতে সিম ভরা যাবে।