লকডাউনে সারাদিন অনলাইন; কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

| Apr 28, 2020, 19:21 PM IST
1/5

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

করোনা সংক্রমণ থেকে বাঁচতে এক মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে লকডাউন চলছে। আর এই লকডাউনে বেশির ভাগ মানুষই সারাদিন সময় কাটাচ্ছেন অনলাইনে। আর এই সুযোগে আপনার ব্যবহৃত ব্রাউজারে কেউ নজরদারি চালাচ্ছে না তো! কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো! জেনে নিন কী ভাবে বুঝবেন...

2/5

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

আপনার ব্যবহৃত ব্রাউজারে কেউ নজরদারি চালাচ্ছে কিনা তা যাচাই করতে চাইলে https://panopticlick.eff.org/. –এই ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারেন। এই ওয়েবসাইটের মাধ্যমে কতটা নিরাপদে রয়েছে আপনার ব্রাউজার, তা অল্প সময়ের মধ্যেই পরীক্ষা করে নেওয়া যায়।

3/5

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

প্রথমে https://panopticlick.eff.org/. –এই ওয়েবসাইটে ক্লিক করে ‘Test Me’ বাটনে ক্লিক করতে হবে। 

4/5

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

‘Test Me’ বাটনে ক্লিক করার পর আপনার ব্যবহৃত ব্রাউজার স্ক্যান করার পর একটি চেকলিস্ট পাবেন। একই সঙ্গে আপনার ব্রাউজারের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে কিছু পরামর্শও দেওয়া হবে।

5/5

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

কেউ আপনার ফোন, ল্যাপটপে আড়ি পাতছে না তো!

এই সংক্রান্ত আর একটি কার্যকরী ওয়েবসাইট হল https://disconnect.me। এই ওয়েবসাইটি আপনার ব্রাউজারে কোন কোন ধরনের ট্র্যাকিং রিকোয়েস্ট আসছে এবং ব্রাউজারের গোপনীয়তা রক্ষার জন্য ওই রিকোয়েস্টগুলিকে কী ভাবে ব্লক করবেন, সে বিষয়ে বিশদে তথ্য পেয়ে যাবেন।