'নকুলদানার উপর জল পড়লে আকার বদলে যাবে!' অনুব্রতর হুঙ্কারকে খোঁচা অর্জুনের

Mar 24, 2019, 16:00 PM IST
1/6

"দেওয়াল লিখনের প্রয়োজন নেই। কারণ মানুষের মনে রয়েছি আমি। দেওয়াল না লিখলেও জিতব।" রবিবার কাঁকিনাড়া বাজারে প্রচারে বেরিয়ে বললেন ব্যারাকপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ।

2/6

প্রচারে বেরিয়ে অর্জুন সিং এদিন দাবি করেন, মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে। তাদেরকে শুধু বুথে নিয়ে যেতে হবে। তবে ভোট চাওয়ার জন্য দেওয়াল লিখনের কোনও প্রয়োজন নেই। তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষের মনে আছেন।

3/6

ব্যারাকপুর লোকসভা আসন থেকে প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরে তৃণমূল ছেড়ে বিজেপির খাতায় নাম লিখিয়েছেন ভাটপাড়ার ৪ বারের বিধায়ক। যদিও এদিন অর্জুন সিং দাবি করলেন, তিনি নাকি টিকিট চাননি! অর্জুন সিং এদিন বলেন, "আমি বলেছিলাম যে দীনেশ ত্রিবেদী জিতবে না। আমি টিকিট চাইনি।" দীনেশ ত্রিবেদী শুধু 'ভোটের পাখি' বলেও কটাক্ষ করেন অর্জুন সিং। বলেন, "দীনেশ ত্রিবেদী এখানে ভোট ছাড়া আসেন না। এখানে কারখানা খুলে দেবেন বলে, কিন্তু তারপর তাঁকে আর দেখা যায় না।"

4/6

অর্জুন সিং আরও বলেন, তাঁকে এখন বেইমান বলা হচ্ছে। দল ছাড়লে সবাই বেইমান বলে। কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই দল ছেড়েছেন বলে জানান। বলেন, "আমি দিদিকে বলে এসেছিলাম, আমি ছাড়ছি।"

5/6

অর্জুন সিংয়ের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ে তাঁর জন্য খেটেছিলেন তাঁরা। কিন্তু এখন কোনও দাম নেই। এখন দল চালাচ্ছেন আইএস-আইপিএসরা। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে তোপ দাগলেও অর্জুনের দাবি 'সময় বদলানোর পর সাম্প্রদায়িক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। উনি যা করছেন সেটা সাম্প্রদায়িক।'  

6/6

এবার লোকসভা ভোটে একহাতে 'নকুলদানা-জল', আরেক হাতে 'পাঁচনের দাওয়াই' দেওয়ার কথা বলেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু অনুব্রতর 'হুঙ্কার'কে পাত্তা দিচ্ছেন না অর্জুন সিং। অনুব্রতকে 'কাগজের বাঘ' বলে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, "নকুলদানার উপর জল ঢেলে দেব। নকুলদানার উপর একটু জল পড়লে পুরো আকার বদলে যাবে ওর।"