Armaan Malik: চুপিসাড়ে বিয়ে করলেন আরমান, ১০ লক্ষ ফলোয়ার! চেনেন গায়কের 'কোটিপতি' স্ত্রীকে?

Armaan Malik: দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক। বৃহস্পতিবার, ২ জানুয়ারি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান এই নবদম্পতি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানান অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা। 

Jan 02, 2025, 20:05 PM IST
1/6

আরমানের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক (Armaan Malik)। বৃহস্পতিবার, ২ জানুয়ারি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান এই নবদম্পতি।  

2/6

আরমানের বিয়ে

তাঁর স্ত্রীর নাম আশনা শ্রফ। আরমান ও আশনা তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু বিয়ের ছবি শেয়ার করেছেন।   

3/6

আরমানের বিয়ে

কোনোটিতে চোখে চোখ রেখে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেছেন এই জুটি। কোনোটিতে স্ত্রীর গলায় মালা পরাচ্ছেন আরমান। ছবির ক্যাপশনে যৌথভাবে তাঁরা লেখেন— “তুমি আমার ঘর।”  

4/6

আরমানের বিয়ে

আরমানের বিয়ের কথা কাকপক্ষীতেও টের পায়নি। পরিবারের উপস্থিতিতে গোপনেই বিয়ে সারেন তাঁরা।   

5/6

আরমানের বিয়ে

আরমানের স্ত্রী আশনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে আশনার অনুরাগী সংখ্যা এক মিলিয়ন। ফ্যাশনজগতের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। মডেলিংও করেছেন তিনি।   

6/6

আরমানের বিয়ে

২০২৩ সালের অগাস্টে বাগদান সারেন আরমান-আশনা। একই বছরের ২৮ আগস্ট ইনস্টাগ্রাম পোস্টে এই খবর জানান আরমান মালিক। বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবিও শেয়ার করেন গায়ক। বাগদানের প্রায় দেড় বছর পর বিয়ে করলেন এই যুগল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানান অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা।