লঙ্কা কাণ্ড! করোনা রুখতে বন্দুক হাতে রাস্তায় টহল দিচ্ছে আমজনতা

Jul 15, 2020, 17:42 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনা রুখতে সরকার কার্ফু জারি করেছ। কিন্তু সঠিক ভাবে যাতে তা পালিত হয়, তার জন্য বন্দুক হাতে রাস্তায় নেমেছে সাধারণ নাগরিকরা।  

2/5

গুয়াতেমালার সান ভিসেন্তে পাকায়া শহরে বন্দুক হাতেও চলছে নজরদারি। মোটর সাইকেলে চসে  ফেলা হচ্ছে সব গলি। কার্ফু বলবৎ হতেই হবে।

3/5

সমবেত পরিকল্পনায় করোনা রুখতে এমনই পদক্ষেপ করেছেন সে দেশের নাগরিকরা। একদম ছক করেই চলছে টহল।

4/5

করোনা রুখতে সব দেশের প্রশাসনই কড়া হাতে লকডাউন কায়েম করার চেষ্টা করেছে। কিন্তু বন্দুক হাতে এ দৃশ্য একেবারে নতুন।

5/5

গুয়াতেমালায় এপর্যন্ত মোট করোনা আক্রান্ত ৩০ হাজার ৮৭২। মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০২ জন।