এবার দেশের স্পর্শকাতর পাহাড়ি অঞ্চলের ওয়াটারবডিতে নজরদারি জোরদার করার (surveillance and patrolling) কথা ভাবল ভারতীয় প্রতিরক্ষা। সেই মোতাবেক অত্যাধুনিক নৌকার বরাত দিল ভারতীয় সেনা।
Jan 02, 2021, 17:31 PM IST
1/7
এবার দেশের স্পর্শকাতর পাহাড়ি অঞ্চলের ওয়াটারবডিতে নজরদারি জোরদার করার (surveillance and patrolling) কথা ভাবল ভারতীয় প্রতিরক্ষা। সেই মোতাবেক অত্যাধুনিক নৌকার বরাত দিল ভারতীয় সেনা। গত ৮ মাস ধরে লাদাখকে কেন্দ্র করে চিনের সঙ্গে ভারতের প্রবল টানাপোড়েন চলছে। লাদাখ সীমান্তে তীব্র উত্তেজনা।
2/7
সেই আবহে প্যাংগং পাহারায় ১২টি অত্যাধুনিক নৌকা (Fast Patrol Boats) আনা হচ্ছে।
photos
TRENDING NOW
3/7
'আত্মনির্ভর ভারত ক্যাম্পেনে'র (Atmanirbhar Bharat campaign)অংশ হিসাবেই ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রেও আত্মনির্ভরতার আনতে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
4/7
চিনও প্যাংগং লেকে এই ধরনের নৌকার সাহায্যে নজরদারি চালায়। তাই চিনের চোখরাঙানির মোকাবিলা করতেই এবার ভারতও প্যাংগংয়ের জলে নামাতে চলেছে উন্নতমানের এই নজরদারি নৌকা।
5/7
জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই নৌকাগুলি উচ্চ গতিসম্পন্ন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা এবং প্যাংগং-সংলগ্ন এলাকায় চিনা সেনার গতিবিধির উপর নজরদারি চালানোর প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম থাকছে নৌকাগুলিতে।
6/7
বৃহস্পতিবার গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে এই মর্মে একটি চুক্তি হয়েছে। ১২টি নৌকা বাবদ ৬৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২১-এর মে মাস থেকেই নৌকা সরবরাহ শুরু হবে।
7/7
নৌকাগুলি হাতে এসে গেলে লাদাখে চিনা আগ্রাসন ঠেকানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।