আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার অর্ণব! শাহ থেকে জাভড়েকর, তুমুল চর্চা রাজনৈতিক মহলে

Nov 04, 2020, 12:38 PM IST
1/8

কংগ্রেস এবং তার সঙ্গীরা আবারও গণতন্ত্রকে লজ্জিত করেছে। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ করা হয়েছে: অমিত শাহ  

2/8

মুম্বইয়ের প্রেস সাংবাদিকতার উপর হামলা নিন্দনীয়। এটি জরুরি অবস্থার মতোই মহারাষ্ট্র সরকারের পদক্ষেপ। আমরা এর নিন্দা করি: প্রকাশ জাভড়েকর

3/8

একসময় ভারতের খুন এবং আত্মহত্যা নিয়ে একটি অনুষ্ঠান হত, ওই একই অ্যাঙ্কর তাঁর স্ত্রীর হত্যা করেছিল। আবারও দ্বিতীয়বার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: নবাব মালিক

4/8

অসত্যের বিরুদ্ধে আওয়াজ না ওঠালে আজ যেটা অর্ণবের সঙ্গে হয়েছে কাল সেটা আপনার সঙ্গেও হতে পারে: সম্বিত পাত্র

5/8

এই মামলায় কী অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে? আত্মহত্যা? তিনি দীর্ঘদিন আইন থেকে বিরত ছিলেন। ২০১৮ সালে, এই মহিলার স্বামী অর্ণবের কারণে আত্মহত্যা করেন। তিনি মৃতকে টাকা দিতে অস্বীকার করেছিলেন এবং মানসিকভাবে হয়রানি করেছিলেন: গৌরব পাধী

6/8

অর্ণব গোস্বামী সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জন্য চিৎকার করছেন, তবে আমার স্বামী এবং শ্বাশুড়ির কথা যাঁরা অর্ণব গোস্বামীর কারণে আত্মহত্যা করেছিলেন?

7/8

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার সর্বভারতীয় টিভি চ্যানেলের  কর্নধার । জিজ্ঞাসাবাদের জন্য অর্ণব গোস্বামীকে রায়গড়ে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে তাঁর বাড়িতে হাজির হন মুম্বই পুলিসের কর্তারা। ২০১৮ আত্মঘাতী হন  মা ও ছেলে। সুইসাইড নোটে লেখা ছিল অর্ণব গোস্বামী ও আরও দুজন প্রাপ্য টাকা দেননি।   

8/8

সেকারণেই তাঁরা আত্মঘাতী হয়েছেন। সেবছরই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়। তবে ২০১৯ মামলাটি বন্ধ হয়ে যায়। চলতি বছরের মে মাসে ফের মামলার তদন্ত শুরু করে সিআইডি।