Arpita Chatterjee: মঞ্চে গওহর জানের ভূমিকায় একক অভিনয়, নায়িকার গায়কীতে মুগ্ধ দর্শক

Sep 20, 2021, 23:19 PM IST
1/8

গওহর জান

Gauhar Jaan

নিজস্ব প্রতিবেদন: গওহর জান প্রথম ভারতীয় সংগীতশিল্পী, যাঁর গান রেকর্ড করা হয় গ্রামোফোন কোম্পানিতে। গানের পাশাপাশি ভাল নাচতেনও তিনি। তাঁর সৌন্দর্যতায় মজেননি এমন পুরুষ পাওয়া দুষ্কর। বাংলা, মারাঠি, গুজরাতি, হিন্দি, আরবি সহ ১০টি ভিন্ন ভাষায় ৬০০-রও বেশি গান রেকর্ড করেছেন গওহর জান।এবার তাঁর জীবন গাথাই উঠে এল মঞ্চে। 

2/8

'মাই নেম ইজ জান'

'My name is Jaan'

মঞ্চে গওহর জানের চরিত্রে অভিনয় করলেন অর্পিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি জি ডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হল 'মাই নেম ইজ জান'। 

3/8

মঞ্চে অর্পিতা

On Stage

গওহরের চরিত্রে মঞ্চে দর্শকদের মুগ্ধ করলেন অভিনেতা অর্পিতা চট্টোপাধ্যায়।  

4/8

একক অভিনয়

Monologue

এই প্রথম মঞ্চে একক অভিনয় করলেন অর্পিতা চট্টোপাধ্যায়। প্রথম থেকেই এই মিউজিকাল নিয়ে এক্সাইটেড ছিলেন তিনি। 

5/8

গওহরের জীবনগাথা

Life History

গওহর জানের জীবনের ঘাত প্রতিঘাতের গল্পও উঠে এসেছে এই মিউজিকালে। 

6/8

নায়িকা যখন গায়িকা

Actress turn Singer

শুধু অভিনয়ে নয়, অর্পিতার গায়কীও চমকে দিয়েছে উপস্থিত দর্শকদের।

7/8

পরিচালক অবন্তী

Director Abanti

গওহরের চরিত্রে বেশ মানিয়েছে অর্পিতা চট্টোপাধ্যায়কে। এই মিউজিকাল পরিচালনা করেছেন অবন্তী চক্রবর্তী। 

8/8

দর্শকের দরবারে

Audience Reaction

মাই নেম ইজ জান-এর প্রথম শো দেখতে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড়।