1/6
ছ'হাজার কিলোমিটার দূরে
2/6
কোশি হাইস্কুল
photos
TRENDING NOW
3/6
আলাস্কা
4/6
জাপান থেকে হাওয়াই
5/6
৫২তম বোতল
ওই স্কুলের বর্তমান ভাইস প্রিন্সিপাল বলেন, 'আমি আশ্চর্য হয়েছি। ১৯ বছর আগে সর্বশেষ বোতলটি পাওয়া গিয়েছিল। ভেবেছিলাম বাকি বোতলগুলি হারিয়েছে। ৫১তম বোতলটি খুঁজে পাওয়া সত্যিই রোমাঞ্চকর।' তাঁর আশা, কেউ হয়তো ৫২তম বোতলটিও খুঁজে পাবেন। এই ৫১তম বোতলটি খুঁজে পেয়েছে বছর নয়েকের এক শিশু। তার নাম অ্যাবি গ্রাহাম। এই সূত্রে ভাইস প্রিন্সিপাল জানান, তাঁর স্কুলের এখনকার দুজন পড়ুয়া শিশুটিকে একটি চিঠি পাঠানোর পরিকল্পনা করেছে। সঙ্গে থাকবে একটি ছোট্ট উপহার-- টাইরো-বাটা, মত্স্যজীবীদের দ্বারা ব্যবহৃত এক ধরনের পতাকা।
6/6
Science Club
photos