Typhoon Yagi: ভয়াবহ ধ্বংসলীলা! ঝড়ের গতি ঘণ্টায় ২০৩ কিমি! নদীস্রোতে মুহূর্তে মিলিয়ে গেল বিশাল সেতু...

Asia's Most Powerful Storm: এখনই মৃত্যু ৮২! নিখোঁজ ৬৪ জন! আহত সব মিলিয়ে প্রায় ২৫০ জন। ভয়ংকর তছনছ করতে-করতে সে এগিয়েছে!

| Sep 10, 2024, 17:35 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলা হচ্ছে 'এশিয়াজ মোস্ট পাওয়ারফুল স্টর্ম'। নাম তার 'ইয়াগি'! এর প্রকোপে এখনই মৃত্যু ৮২! নিখোঁজ ৬৪ জন! নদীর বুকের আস্ত সেতু উধাও! ভয়ংকর তছনছ করতে-করতে সে এগিয়েছে!

1/6

ভয়ংকর

সেতুর ধসে পড়াটা তো ভয়ংকর। একটি গাড়ির ড্যাশক্যামেরায় সেটির ধসে পড়ার ছবি ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা যায়, হঠাৎ করেই সেতুর একটি অংশ ধসে পড়ে। কয়েকটি গাড়ি নদীতে পড়ে যায়।

2/6

১০টি গাড়ি, ২টি স্কুটার

ঘটনায় নিখোঁজ ১৩ জন। সেতু ধসে নীচে পড়ে যায় ১০টি গাড়ি, দুটি স্কুটার। উদ্ধার-অভিযান চলছে।

3/6

পন্টুন ব্রিজনির্মাণ

সেতুটির কিছুটা অংশ এখনও ঠিক আছে। সেনাবাহিনীকে যত দ্রুত সম্ভব ধসে পড়া অংশে পন্টুন ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

4/6

টাইফুন

বলা হচ্ছে, গত তিন দশকে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হল এই টাইফুন ইয়াগি।

5/6

২০৩ কিমি বেগে

গত শনিবার সেটি ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। ঝড়ে আহত হয়েছেন সব মিলিয়ে প্রায় ২৫০ জন। 

6/6

১৫ লাখ মানুষ

এর জেরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। ইয়াগি অবশ্য এখনও বাংলার দিকে আসেনি। আপাতত তা ভিয়েতনামেই তার তাণ্ডবলীলা করে চলেছে। ভিয়েতনামের ফু থো প্রদেশের ফোং চাউ সেতুটিই ওই ভয়ংকর ভাবে ভেঙে পড়ে।