Mobile phone | Brain Cancer: মোবাইল ফোন ডেকে আনছে ব্রেইন ক্যানসার? আসল সত্যিটা জানুন...

Mobile phone causes Brain Cancer, Myth or Reality: মোবাইল ফোন রেডিওফ্রিকোয়েন্সি (RF) তরঙ্গ ব্যবহার করে সংকেত বিনিময় করে।

Sep 10, 2024, 14:50 PM IST
1/5

ফোন থেকে ক্যানসার?

Mobile phone causes Brain Cancer, Myth or Reality

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোবাইল ফোন এবং ওয়্যারলেস প্রযুক্তি থেকে ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন ক্যানসারের কারণ হতে পারে। মোবাইল ফোন নিয়ে মিথ ভেঙে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

2/5

ফোন থেকে ক্যানসার?

Mobile phone causes Brain Cancer, Myth or Reality

নতুন একটি গবেষণায় উঠে এল বেতার তরঙ্গ প্রেরণকারী প্রযুক্তি খুবই দুর্বল। তাদের ডিএনএ ক্ষতি করার জন্য পর্যাপ্ত শক্তি নেই। আর ক্যানসার হওয়ার সম্ভাবনা নেই। এমনটাই বলা হয়েছে গবেষণায়।

3/5

ফোন থেকে ক্যানসার?

Mobile phone causes Brain Cancer, Myth or Reality

গবেষণায় স্পষ্ট বলা হয়েছে যে, মোবাইল ফোন থেকে ব্রেন ক্যানসার হয় না। মস্তিষ্কের ক্যানসার বা মাথা ও ঘাড়ের ক্যানসারের মধ্যেও কোনও যোগসূত্র নেই। 

4/5

ফোন থেকে ক্যানসার?

Mobile phone causes Brain Cancer, Myth or Reality

গবেষণায় এটা স্পষ্ট করে দেওয়া হয় যে মোবাইল ফোন এবং বেতার প্রযুক্তির দ্বারা নির্গত রেডিও তরঙ্গের সরাসরি শরীরের ক্ষতি করার মতো কোনও পর্যাপ্ত শক্তি নেই। 

5/5

ফোন থেকে ক্যানসার?

Mobile phone causes Brain Cancer, Myth or Reality

মোবাইল ফোন রেডিওফ্রিকোয়েন্সি (RF) তরঙ্গ ব্যবহার করে সংকেত বিনিময় করে। ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালীতে যা একধরনের শক্তি। যে কারণে মোবাইল ফোনগুলিকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বন্ধ করতে বলা হয়। তবে এর সঙ্গে ক্যানসারের যোগ নেই বলে আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা।