Assam Flood: বন্যা বিধ্বস্ত অসম, উদ্ধার পেতে দিনে-রাতে স্থানীয়দের ভরসার নাম 'গজরাজ'

Jun 17, 2022, 19:38 PM IST
1/5

বন্যা বিধ্বস্ত অসম

Assam Flood Gajraj Corps Rescuse Operation 1

মৈত্রেয়ী ভট্টাচার্য: বন্যা বিপর্যস্ত নামনি অসম। প্রবল বৃষ্টির জেরে মূলত বাকসা, নলবাড়ি, বাজালি, দারাং, তমুলপুর, হোজালি, কামরূপ জেলাগুলি বন্যা বিপর্যস্ত।  

2/5

উদ্ধারকাজে 'গজরাজ'

Assam Flood Gajraj Corps Rescuse Operation 2

উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা। স্থানীয় প্রশাসনের সঙ্গে একজোটে বৃহস্পতিবার থেকে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনার গজরাজ বাহিনী।  

3/5

দিন-রাত এক করে উদ্ধারকাজ

Assam Flood Gajraj Corps Rescuse Operation 3

সেখানেই দিন-রাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছে গজরাজ বাহিনীর নয়টি দল। উদ্ধারকারী দলে রয়েছে ইঞ্জিনিয়ার ও স্বাস্থ্যকর্মীরাও।  

4/5

স্থানীয়দের উদ্ধার

Assam Flood Gajraj Corps Rescuse Operation 4

নলবাড়ি জেলার সাথীকুচি গ্রামে আটকা পড়েছিলেন ১০৫ জন স্থানীয় বাসিন্দা। তাঁদের উদ্ধার করেছে বাহিনী। 

5/5

৭ জেলা বন্যা বিপর্যস্ত

Assam Flood Gajraj Corps Rescuse Operation 5

পাশাপাশি, বাকসা জেলার দামদামা থেকেও উদ্ধার করা হয় স্থানীয়দের।