প্রচারের আলোয় আসেন না কোনওদিনই। ত্রিপুরায় নীরবেই দলকে ভোট বৈতরণী পার করিয়ে দিয়ে 'ম্যান অব দ্য ম্যাচ' সুনীল দেওধর।
2/8
modi face
দলের প্রচারমুখ নরেন্দ্র মোদী। তবে শুধু মুখ দিয়ে ভোটে জেতা যায় না। সংগঠনের জোর না থাকলে ইভিএমে প্রভাব পড়ে না। সেটা অমিত শাহের থেকে আর কে-ই বা ভাল বোঝেন! আর তাই দক্ষ সংগঠক সুনীল দেওধরকে ত্রিপুরার দায়িত্ব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
photos
TRENDING NOW
3/8
vote result
ভোটের ফলই বলে দিচ্ছে, কৌশলে সফল অমিত শাহ। বাম রাজ্যে রীতিমতো সফল 'পদ্ম চাষ' করেছেন এই আরএসএস নেতা।
4/8
2014 loksabha
২০১৪ সালে লোকসভা ভোটে বারাণসীতে মোদীর নির্বাচনী ম্যানেজার ছিলেন ৫২ বছরের দেওধর।
5/8
Biplab dev
ত্রিপুরার দায়িত্ব পাওয়ার পর রাজ্য সভাপতির পদে আরএসএসের বিপ্লব দেবকে বসান সুনীল দেওধর। ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব দেব। তবে দিল্লিতে রাজনীতি করতেন তিনি।
6/8
deodhar 500 days
প্রায় ৫০০ দিন ধরে ত্রিপুরায় ঘাঁটি গেড়ে পড়েছিলেন সুনীল দেওধর। সেই পরিশ্রমের ফল মিলল শনিবার ইভিএম খুলতেই।
7/8
sunil rss
ত্রিপুরার প্রতিটি প্রান্তে আরএসএস-এর সংগঠন বিস্তারে মন দিয়েছিলেন সুনীল দেওধর।
8/8
deodhar manik
দেওধরের কথায়, ''ত্রিপুরায় মানিক সরকারের বিকল্পের খোঁজে ছিলেন মানুষ। তাঁর খারাপ প্রশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাঁরা।''