ছত্তীসগঢ়ে জনাদেশ স্পষ্ট, রাজস্থান-মধ্যপ্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

Dec 11, 2018, 12:41 PM IST
1/4

বারবেলায় চমক। সকালে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে জোর টক্কর চলছিল, রাজস্থানে এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু লড়াই ছত্তীসগঢ়ে কংগ্রেস এগিয়ে গেলেও মধ্যপ্রদেশ ও রাজস্থানে জনাদেশ এখনও অস্পষ্ট।

2/4

রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে ৯৪টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৮১টি আসনে। আর অন্যান্যরা এগিয়ে ২২টি আসনে। বসপা ২টি আসনে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নেই কোনও দলেরই। ফলে নির্দলদের সমর্থন নিয়ে বিজেপির সরকার গড়ার সুযোগ থাকছে। 

3/4

মধ্যপ্রদেশেও চলছে জোর চক্কর। সে রাজ্যে ১০৯টি আসনে এগিয়ে কংগ্রেস। সমসংখ্যক আসনেই এগিয়ে বিজেপি। বসপা ৫টি ও অন্যান্যরা ৭টি আসনে এগিয়ে। ফলে এখানেও শেষপর্যন্ত কী হতে চলেছে, তা এখনও বলা মুশকিল। কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতার পাচ্ছে না।   

4/4

ছত্তীসগঢ়ে অবশ্য জনাদেশ স্পষ্ট। সে রাজ্যে ৬৩টি আসনে এগিয়ে কংগ্রেস। ১৮টি আসনে এগিয়ে বিজেপি।