ইয়াসের (YAAS)মোকাবিলায় খামতি চাইছে না প্রশাসন, প্রস্তুত ভারতীয় সেনাও

May 25, 2021, 21:58 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ইয়াস মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই তৎপর প্রশাসন। এরইমধ্যে ইয়াস (Cyclone Yaas) মোকাবিলায় পশ্চিমবঙ্গের জন্য আসরে ভারতীয় সেনা বাহিনী। ভারতীয় সেনা বাহিনী ও একটি ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সকে প্রস্তুত করা হয়েছে। ওড়িশার জন্য ২ কলাম সেনা ও দুটি ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স প্রস্তুত করা হয়েছে। 

2/6

প্রয়োজন হলে উদ্ধার কার্যে লাগানো হতে পারে আরও সেনা। ফলে বাড়তি ফোর্স প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। 

3/6

২৬ মে ভারতীয় সেনা বাহিনীর কলাম প্রস্তুত থাকবে Yaas মোকাবিলায়। মোট ১৭টা  ভারতীয় সেনা বাহিনীর কলাম প্রস্তুত পশ্চিমবাংলার জন্য।

4/6

Yaas-এর বিপর্যয় মোকাবিলা করতে নৌকা নামানো হতে পারে।  INDIAN ARMY-এর কলাম পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া, হুগলি, হাওড়া,২৪ পরগনা, দক্ষিণ পরগনায় ইতিমধ্যেই রয়েছে।

5/6

Yaas মোকাবিলায় কলকাতাতে ইতিমধ্যেই ভারতীয় সেনা বাহিনীর ৯টি কলাম উপস্থিত রয়েছে, যাঁরা গাছ পড়লে তা কেটে সরাবেন অথবা ঝড়ের বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকবেন।

6/6

আবহাওয়া অফিস সূত্রে খবর, ২৬ মে সকালে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলের খুব কাছে চলে আসবে ঘূর্ণিঝড় ইয়াস। ওইদিন সন্ধেয় তিন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গে দিঘা, মন্দারমণির মধ্যবর্তী কোনও স্থানে আঘাত করতে পারে ইয়াস।