Solar System with Three Suns: ৫০০ আলোকবর্ষ দূরে 'গ্রহের কারখানা'! 'ফ্রোজেন মলিকুল' দিয়ে সেখানে রান্না হচ্ছে নতুন 'পৃথিবী'...
Solar System with Three Suns:'জিজি তাউ এ' সিস্টেম! এটা একটা 'ট্রিপল-স্টার সেট-আপ'। জ্যোতির্বিদ্যায় প্রতিদিনই কিছু-না-কিছু আবিষ্কার ঘটে, এমন আবিষ্কার যা, মূল ধরে নাড়িয়ে দেয়! এবার সামনে এল তেমনই এক আবিষ্কার! কী সেটা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: না, আমাদের সোলার সিস্টেম একটি সূর্যেরই, সেখানে ৩টি সূর্যের উদয় হচ্ছে না। বিজ্ঞানীরা সম্প্রতি মহাকাশে একটা 'ট্রিপল-স্টার সেট-আপে'র খোঁজ পেয়েছেন-- 'জিজি তাউ এ' সিস্টেম! জ্যোতির্বিদ্যায় প্রতিদিনই কিছু-না-কিছু আবিষ্কার ঘটে। কখনও-কখনও এমন আবিষ্কারও ঘটে যা, জ্যোতির্বিদ্যার মূল ধরে নাড়িয়ে দেয়! এবার সামনে এল তেমনই এক আবিষ্কারের কাহিনি! কী সেটা?
1/6
৫০০ আলোকবর্ষ দূরে
2/6
গ্রহের জন্ম
photos
TRENDING NOW
3/6
১-৫ মিলিয়ন ইয়ার্স ওল্ড
জিজি তাউ এ' সিস্টেম'টি মোটামুটি ১ থেকে ৫ মিলিয়ন, মানে, ১০ থেকে ৫০ লক্ষ বছরের পুরনো। মহাকাশের বয়সের হিসেবে যদিও খুবই তরুণ এটি। এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি একটি তিন-সূর্যের সিস্টেম। মানে, আমরা যেমন জানি, গ্রহগুলি একটি সূর্যের অধীনে, এখানে বিষয়টি তেমন নয়। এটিকে 'ভেরি রেয়ার' বলা হচ্ছে। এটি একটি মাল্টি-স্টার সিস্টেম!
4/6
গ্যাস-ধুলোর ঘুরন্ত বলয়
5/6
'নাইসার'
6/6
বরফায়িত অণু
এ-কাজে তাদের সহায়ক হয়েছে চিলের আতাকাম মরুভূমির অ্যাডভান্স রেডিয়ো টেলিস্কোপ। 'নাইসারে'র বিজ্ঞানীরা এই টেলিস্কোপের সাহায্যে ওই গ্যাস ও ধুলোর ঘুরন্ত বলয় তথা 'প্রো-প্ল্যানেটরি ডিস্ক' থেকে নির্গত কণার সন্ধান পেয়েছেন। তাঁরা এটিকে বলছেন 'ফ্রোজেন মলিকুল'। এই বরফায়িত অণুই বড় বড় গ্রহ তৈরির বুনিয়াদি কণা (building blocks for new planets) বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক জ্যোতির্বিদ্যায় খুবই তাৎপর্যপূর্ণ এই আবিষ্কার।
photos