আকাশছোঁয়া প্যাটেলের মূর্তি বসতেই ভিটেমাটি ছাড়া ৩০০ কুমির

Jan 26, 2019, 13:36 PM IST
1/7

s 7

s 7

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য কুমিরদের ভিটেমাটি ছাড়তে হচ্ছে এবার। কমপক্ষে ৩০০ কুমিরকে সরে যেতে হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অব ইউনিটি চত্ত্বর থেকে।

2/7

s 6

s 6

দুনিয়ার সবচেয়ে উচ্চতম(১৮২ মিটার)মূর্তি স্ট্যাচু অব ইউনিটি তৈরি হয়েছে নর্মদা নদীর সর্দার সরোবর বাঁধের কাছে। বাঁধ চত্ত্বরের ৩টি জলাধার থেকে ইতিমধ্যেই কুমিরদের সরাতে শুরু করেছেন বন দফতরের কর্মীরা।

3/7

S 5

S 5

ওইসব জলাধারে রয়েছে কমপক্ষে ৫০০ কুমির। এদের মধ্যে অনেকেই তিন মিটার লম্বা ও লুপ্তপ্রায় প্রজাতির।

4/7

S 4

S 4

কেন কুমিরদের সরানো হচ্ছে তা শুনলে অবাক হবেন। ওই এলাকায় পর্যটকদের জন্য চালু করা হবে সি-প্লেন সার্ভিস।

5/7

S 3

S 3

কুমিরদের সরানো হচ্ছে লোহার খাঁচায় বন্দি করে ট্রাকে চাপিয়ে। ইতিমধ্যেই ডজনখানেক কুমিরকে অন্যত্র চালান করা হচ্ছে।

6/7

S 2

S 2

এলাকার বনদফতরের আধিকারিক অনুরাধা সাহু সংবাদমধ্যমে জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে রাজ্য সরকার ওইসব কুমিরদের সরানোর নির্দেশ দিয়েছে।

7/7

s 1

s 1

তিন হাজার কোটিরও বেশি টাকা খরচ করে গড়ে ওঠা ওই মূর্তি গড়া নিয়ে তো বিতর্ক ছিলই। এবার যোগ হয়েছে কুমির। বন্যপ্রাণ সংক্রান্ত ম্যাগাজিন স্যাংচুয়ারি এশিয়ার সম্পাদক বিট্টু সেহগাল মন্তব্য করেছেন, আমাদের সবার কি মাথা খারাপ হয়ে গেল!