বিদায় বেলায় দুর্গাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন সৌরভ

Oct 27, 2020, 18:59 PM IST
1/5

এবছরের পুজোটা একেবারেই অন্যরকম। মহামারীর আবহে নিউ নর্ম্যাল দুর্গাপুজো। মাস্কে ঢাকা মনমরা দুর্গাপুজোয় শুধুই মহামারী থেকে মুক্তির প্রার্থনা। শক্তির আরাধনায় একটাই আকুতি অসুররূপী করোনার বিনাশ হোক।

2/5

বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়ির পাশেই হয় বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। বাড়ির সদস্যরা এই পুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে। মহারাজের পুজো নামেই পরিচিত বড়িশা প্লেয়ার্স কর্নারের এই পুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করেন সৌরভ নিজেই।

3/5

অষ্টমীর সকালে বড়িশা প্লেয়ার্স কর্নারে পাঞ্জাবিতে একেবারে চেনা মেজাজে হাজির হন সৌরভ গাঙ্গুলি। সৌরভ অবশ্য এবার পুষ্পাঞ্জলি দেননি। সন্ধিপুজোর আরতি দেখে বেশ কিছুক্ষণ মণ্ডপে বসে আড্ডা দেন।    

4/5

মঙ্গলবার বড়িশা প্লেয়ার্স কর্নারে, নিজের পাড়ার পুজোর ঠাকুর বিসর্জনেও হাজির হন সৌরভ গাঙ্গুলি।  

5/5

মা দুর্গাকে প্রণাম করে শুধু আশীর্বাদ নিলেন মহারাজ। করোনা সংক্রমণের জন্য বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় নি।