৮৬-র জার্সি পরে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে অজিরা

Jan 10, 2019, 17:50 PM IST
1/4

৩৩ বছর পর অজি ক্রিকেটারদের জার্সির প্রত্যাবর্তন। শনিবার সিডনিতে কোহলিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৩৩ বছর আগেকার জার্সি পরে নামবেন অ্যারন ফিঞ্চরা।

2/4

১৯৮৬ সালে ভারতের বিরুদ্ধে এই জার্সি পরেই খেলেছিল অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল।

3/4

এদিকে শনিবার প্রথম একদিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার মিচেল মার্শ। পেটের সমস্যায় কাবু মার্শকে গত দুদিন হাসপাতালে কাটাতে হয়েছে।

4/4

সিরিজের পরের দুটো ম্যাচেও অসি অলরাউন্ডারকে পাওয়া যাবে কিনা,সে ব্যাপারে সিদ্ধান্ত হবে পরে। মার্শের জায়গায় দলে এসেছেন আস্টন টার্নার।