৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো। অনুষ্ঠানে যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী। তিনিই রাম মন্দিরের ভিত্তিতে প্রথম ইট স্থাপন করবেন। ওই অনুষ্ঠানকে ঘিরে অযোধ্যায় যেন শুরু হয়েছে অকাল দেওয়ালি।
2/6
ভূমি পুজো উপলক্ষ্যে সেজে উঠছে অযোধ্যার একাধিক জায়গা। আলো দিয়ে সাজানো হয়েছে বহু মন্দির, গুরুত্বপূর্ণ ভবন। ১.২৫ লাখ প্রদীপ জ্বলে উঠবে সরয়ূ নদীর তীর, রাম কি পৌড়ি-সহ ২৫ টি জায়গায়।
photos
TRENDING NOW
3/6
৫ অগাস্ট ১২.১৩ মিনিটে হবে ভূমি পুজোর অনুষ্ঠান। তার আগের দিন ৪ অগাস্ট হবে রামাচার্য পুজো। মন্দিরের ভত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে ৩ অগাস্ট থেকে শহরের প্রতিটি বাড়িতে টানা তিন দিন প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে।
4/6
সূত্রের খবর, ৫ অগাস্ট প্রধানমন্ত্রী চপার সাকেত বিশ্ববিদ্যালেয়ের মাঠে অবতরণ করবে। সেখান থেকে তিনি অনুষ্ঠানস্থলে গিয়ে পৌঁছাবেন বেলা সাড়ে এগারোটা নাগাদ।
5/6
এদিন প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভিতে ইট স্থাপন করবেন। ভূমি পুজো চলবে ১ ঘণ্টা ধরে। পুজো করবেন বারাণসীর পুরোহিতরা।
6/6
অনুষ্ঠানে থাকবেন ২৫০-৩০০ ভিভিআইপি অতিথি। থাকবেন উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে লালকৃষ্ণ আডবানীকে।