পরনে সোনালী কুর্তা-ধুতি, দিল্লি থেকে রওনা প্রধানমন্ত্রীর

Aug 05, 2020, 11:01 AM IST
1/5

বুধবার অযোধ্যা রাম মন্দিরের ভূমিপুজো। আর তার সূচনা করতে ইতিমধ্যেই দিল্লি থেকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2/5

 নির্ধারিত সূচী অনুসারে ৯টা ৩৫ নাগাদ দিল্লি থেকে বিশেষ উড়ানে রওনা দেন তিনি। পরনে ছিল সোনালী রঙের কুর্তা ও হালকা ঘিয়ে রঙের ধুতি। গলায় ম্যাচিং উত্তরীয়। ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দিতে সম্পূর্ণ ট্র্যাডিশনাল সাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। 

3/5

এদিন রাম মন্দিরের মঞ্চে থাকার কথা মোট পাঁচ হেভিওয়েট ব্যক্তিত্বর। তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস প্রধান মোহন ভগবত।

4/5

গতকালই মোহন ভগবত অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। 

5/5

লখনউয়ে অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে রামমন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। বেলা ১২টা ৪৫ নাদাদ রামমন্দিরের ভূমিপুজোর সূচনা করার কথা তাঁর।