বিশ্বমঞ্চে তেরঙার মান বাড়িয়েও জুটছিল না সামান্য একটা চাকরি, সেই বজরংই এখন বিশ্বের এক নম্বর

| Nov 10, 2018, 17:19 PM IST
1/6

Bajrang Punia becomes world number one

1

এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পরও জুটছিল না একটা সামান্য চাকরি। হরিয়ানা সরকার একটা সময় পদক জিতলেই সরকারি চাকরির অঙ্গীকার করেছিল। তার পরও অবশ্য দীর্ঘদিন চাকরি জোটেনি বজরং পুনিয়ার। এবার সেই বজরং বিশ্বের এক নম্বর হলেন। 

2/6

Bajrang Punia becomes world number one

2

কুস্তির ৬৫ কেজি বিভাগে এখন বিশ্বের এক নম্বর কুস্তিগীর বজরং পুনিয়া। ২৪ বছর বয়সেই এত বড় সাফল্য পেলেন এই ভারতীয় কুস্তিগীর। 

3/6

Bajrang Punia becomes world number one

3

কমনওয়েলখ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন বজরং। এছাড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপোও রয়েছে তাঁর ঝুলিতে। ৯৬ পয়েন্ট নিয়ে কুস্তির বিশ্বের শীর্ষে রয়েছেন বজরং। 

4/6

Bajrang Punia becomes world number one

4

৬৬ পয়েন্ট নিয়ে কিউবার আলেজান্দ্রো এনরিক লাদেস তোবিয়র রয়েছেন দুইয়ে। বুদাপেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এই তোবিয়রকে হারিয়েছেন বজরং। 

5/6

Bajrang Punia becomes world number one

5

ভারতের পুরুষ কুস্তিগীরদের মধ্যে একমাত্র বজরং বিশ্বের সেরা দশে রয়েছেন। ভারতীয় মহিলা কুস্তিগীরদের মধ্যে পাঁচজন রয়েছেন সেরা দশে। 

6/6

বিশ্বের এক নম্বর বজরং

6

পুজা ধান্ডা, রীতু ফুগত, সরিতা মোর, নভজ্যোত কউর ও কিরণ রয়েছেন বিশ্বের সেরা দশজনের তালিকায়।