Bandel Junction: বদলে যাচ্ছে ব্যাণ্ডেল স্টেশনের সব প্ল্যাটফর্ম নম্বর
May 27, 2022, 17:55 PM IST
1/5
ব্যাণ্ডেল জংশন
বিধান সরকার: ব্যাণ্ডেল জংশন স্টেশনে ইন্টার লকিং সিস্টেমের সঙ্গে এবার প্ল্যাটফর্মের নম্বরও বদল হতে চলেছে। পূর্ব রেলের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে সেকথা জানানো হয়েছে।
2/5
প্ল্যাটফর্ম নম্বর বদল
ব্যাণ্ডেলে এতদিন প্লাটফর্ম নম্বরগুলি ছিল ১এ, ১বি, ১, ২, ৩, ৪ ও ৫ এই ক্রমিক অনুযায়ী। আগামী ৩১ মে থেকে সেটাই বদলে যাচ্ছে।
photos
TRENDING NOW
3/5
নয়া প্ল্যাটফর্ম নম্বর
১বি হয়ে যাবে ১ নম্বর। ১এ হয়ে যাবে ২ নম্বর। ১ হয়ে যাবে ৩ নম্বর। ২ হয়ে যাবে ৪ নম্বর। ৩ হয়ে যাবে ৫ নম্বর। ৪ হয়ে যাবে ৭ নম্বর। আর ৫ হয়ে যাবে ৬ নম্বর প্লাটফর্ম। একথা জানিয়েছেন ব্যাণ্ডেল স্টেশন ম্যানেজার।
4/5
বাতিল লোকাল ও এক্সপ্রেস
প্রসঙ্গত, রুট রিলে ইন্টারলকিং, কেবিন স্থানান্তর ও থার্ড লাইন সম্প্রসারণের চূড়ান্ত পর্যায়ের কাজের শুক্রবার দুপুর থেকে ৩দিন বন্ধ ব্যাণ্ডেল জংশন। এইজন্য বাতিল করা হয়েছে একাধিক লোকাল এবং সেইসঙ্গে ৪০ জোড়া দূরপাল্লার ট্রেন ও এক্সপ্রেস।
5/5
৩ দিন বন্ধ ট্রেন চলাচল
১৩ মে থেকে শুরু হয়েছিল কাজ। ২৬ মে পর্যন্ত দিনের মধ্যে আংশিক সময়ের জন্য বন্ধ থাকত ট্রেন চলাচল। এবার চূড়ান্ত পর্যায়ের কাজ শেষের জন্য ৩ দিন ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত রেলের।