Bangladesh Protest: হাসিনার বিরুদ্ধে মাছব্যবসায়ীকে খুনের মামলা! জেনে নিন, হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকার কী করতে চলেছে...

Murder Case Filed Against Sheikh Hasina: বাংলাদেশের ছাত্র-আন্দোলনের পরে সকলেই সে দেশের ঘটনাপরম্পরা জানতে চাইছেন। আর এর মধ্যেই বিস্ফোরক তথ্য সামনে এল!  

| Aug 19, 2024, 20:00 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোথায় আছেন শেখ হাসিনা? কোথায় যাবেন তিনি? ভারতেই কি থাকবেন? এই সব নানা প্রশ্ন ভিড় করছে সারা বিশ্বের মনে। সকলেই বাংলাদেশের ঘটনাপরম্পরা জানতে চাইছেন। এর মধ্যেই বিস্ফোরক তথ্য সামনে এল।

 

1/6

শেখ হাসিনার বিরুদ্ধে

মৎস্য ব্যবসায়ীকে খুনের অভিযোগে এবার মামলা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। 

2/6

শাহনাজ বেগম

শাহনাজ বেগম এই মামলাটি করেছেন। এই শাহনাজ বেগমই হলেন ওই মৃত মৎস্যজীবীর স্ত্রী। 

3/6

মহম্মদ মিলন

শাহনাজ বেগম হলেন মহম্মদ মিলনের স্ত্রী। এই মহম্মদ মিলন সংরক্ষণ আন্দোলনের জেরে মারা যান।

4/6

গুলিবিদ্ধ

ঘটনাটি ঘটেছিল ২১ জুলাই। ঘটনার দিনে স্থানীয় ফিশ মার্কেট থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন গুলিবিদ্ধ হন তিনি! 

5/6

৬২

এই ঘটনায় হাসিনার সঙ্গে অপরাধী সাব্যস্ত হয়েছেন হাসিনা ক্যাবিনেটের ভূতপূর্ব সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী শামিম ওসমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এঁরা ছাড়াও ৫৬ জন অপরাধী সাব্যস্ত!

6/6

৬০০

হাসিনা সরকারের পতনের পরে সারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষেভের যেসব কাণ্ড ঘটেছে তার জেরে অন্তত ২৩০ জন মারা গিয়েছেন। তবে এই সময়-পর্বে বাংলাদেশে মোট মারা গিয়েছেন ৬০০ জন।