ভারতের 'মডেল' অনুসরণ করুক বাংলাদেশ, পরামর্শ ক্যারিবিয়ান তারকার

Jun 21, 2019, 14:17 PM IST
1/5

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করেছে ক্রিকেট বিশ্ব। ৩৮১ রানের বিশাল লক্ষ্যমাত্রার চাপ মাথায় নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান, তামিম ইকবালদের ইনিংস শেষ হয় ৩৩৩ রানে। ম্যাচ না জিতলেও বাংলাদেশ জানিয়ে দিয়েছে, বিশ্ব ক্রিকেটে তারা এখন লড়াকু প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে।

2/5

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে পারবে বাংলাদেশ। কিন্তু কিছু জায়গায় খামতি থেকে যাচ্ছে। আর সেই খামতিগুলোর জন্যই ম্যাচ জিততে পারছে না টাইগাররা। ক্যারিবিয়ান তারকা পেসার ইয়ান বিশপ এই জন্য বাংলাদেশকে একটি পরামর্শ দিয়েছেন। 

3/5

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

বাংলাদেশের বোলিং ইউনিটে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন আসল শক্তি। কিন্তু এই দুজনকে যোগ্য সঙ্গ দেওয়ার মতো আর কেউ দলে নেই। বিশপ বলছেন, ''আরেকজন প্রতিভাবান পেসারের দরকার বাংলাদেশের। এক্ষেত্রে বাংলাদেশ বোর্ড ভারতের মডেল অনুসরণ করতে পারে।'' 

4/5

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

বিশপের যুক্তি, ''জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়াদের মতো একের পর এক কার্যকরী পেসার রয়েছে ভারতের। বাংলাদেশকে দেখতে হবে, কোন মডেল অনুসরণ করে ভারত একের পর এক পেসার তুলে আনছে। সেটা ওদের অনুসরণ করা উচিত।''

5/5

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, বলছেন বিশপ

বিশপ আরও বললেন, ''গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। ওরা লড়াই করছে। তবে ব্যাটিংয়ের থেকে ওদের বোলিং বিভাগে আরও বেশি প্রতিভাবান ক্রিকেটারের প্রয়োজন। তা হলে ওরা শক্তিশালী দলে পরিণত হতে পারে।''