ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা বিসিসিআই-এর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই পেসার জসপ্রিত বুমরা ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি ফিট নন। তাই তাঁদের দলে ডাকা হয়নি। দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। 

Oct 11, 2018, 21:18 PM IST

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই পেসার জসপ্রিত বুমরা ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি ফিট নন। তাই তাঁদের দলে ডাকা হয়নি। দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। 

1/14

শিখর ধাওয়ন

ind_1

টেস্টে ডাক না পেলেও একদিনের ম্যাচে শিখরের বিকল্প কেউ নেই।     

2/14

রোহিত শর্মা

ind_2

এশিয়া কাপে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন রোহিত শর্মা। 

3/14

বিরাট কোহালি

ind_3

একদিনের ক্রিকেটে অধিনায়কের কুর্সিতে ফিরছেন বিরাট। তাঁকে বিশ্রাম দেওয়া হয়নি।   

4/14

অম্বাতি রায়াডু

ind_4

বিরাট আসায় সম্ভবত চার নম্বরে নামতে পারেন রায়াডু।  

5/14

লোকেশ রাহুল

ind_5

এশিয়া কাপে একটা ম্যাচে সুযোগ পেয়েই কামাল করেছিলেন রাহুল। শোনা যাচ্ছে, বিশ্বকাপে তাঁকে প্রথম একাদশে রাখার ভাবনাচিন্তা করছে টিম ম্যানেজম্যান্ট।

6/14

মণীশ পান্ডে

ind_6

মণীশ পাণ্ডেকে ফের সুযোগ দিলেন নির্বাচকরা। 

7/14

এমএস ধোনি

ind_7

ব্যাটে ব্যর্থ হলেও উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনির চেয়ে দক্ষ এই মুহূর্তে ভারতে কেউ নেই। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে বিরাটকে সাহায্যও করতে পারেন। তাঁর মতো অভিজ্ঞতার ক্রিকেটারকে ভারতের দরকার।       

8/14

ঋষভ পন্থ

ind_8

মহেন্দ্র সিং ধোনির খারাপ ফর্ম চলছে, তাছাড়া বিশ্বকাপের পর অবসর ঘোষণা করতে পারেন মাহি। সেটা কথা মাথায় রেখেই ঋষভকে পরখ করে নিতে চাইছেন নির্বাচকরা। দলে ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেতে পারেন পন্থ। ব্যাট হাতে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন দিল্লির এই ক্রিকেটার।      

9/14

রবীন্দ্র জাডেজা

ind_9

এশিয়া কাপে তাঁর দারুণ প্রত্যাবর্তনের পর অলরাউন্ডার হিসেবে জাডেজাকে ফের সুযোগ দেওয়া হল।   

10/14

যুজবেন্দ্র চাহ্বল

ind_10

একদিনের ক্রিকেটে চহল এখন ভারতের সম্পদ হয়ে উঠেছে।  

11/14

কুলদীপ যাদব

ind_11

ভারতীয় দলে নিয়মিত হয়ে উঠেছেন কুলদীপ যাদব।      

12/14

মহম্মদ শামি

ind_12

দীর্ঘ সময় বাদে একদিনের দলে ফিরলেন মহম্মদ শামি। বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাকে।  

13/14

শার্দুল ঠাকুর

ind_13

তরুণ শার্দুল ঠাকুরকে ফের সুযোগ দেওয়া হল। 

14/14

খলিল আহমেদ

ind_14

সুযোগ পেলেন খলিদ আহমেদ।