স্বাস্থ্যের সঙ্গে রোজগারও, কেন্দ্রের এই প্রকল্পে কর্মসংস্থান পাবেন ২.২৫ কোটি মহিলা

Jan 02, 2019, 21:54 PM IST
1/5

লোকসভা ভোটের আগে মহিলাদের কর্মসংস্থানে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সেই লক্ষ্যেই ওডিশায় উজ্জ্বলা স্যানিটারি ন্যাপকিন প্রকল্পের সূচনা করলেন পেট্রোলিয়ম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

2/5

এই প্রকল্পে ওডিশার ৩০টি জেলার ৯৩টি ব্লককে সামিল করা হয়েছে। তেল বিপণন সংস্থাগুলির ২.৯৪ কোটি টাকার সাহায্যে শুরু হয়েছে প্রকল্প।

3/5

প্রকল্পে খোলা হতে চলেছে ১০০টি সাধারণ সেবা কেন্দ্র। মহিলাদের স্বাস্থ্য ও স্বচ্ছতার উপরে জোর দেওয়া হবে এই প্রকল্পে। 

4/5

ধর্মেন্দ্র প্রধানের দাবি, প্রতিটি কেন্দ্রে অন্তত ১০জন মহিলা রোজগার পাবেন। স্যানিটারি ন্যাপকিন তৈরি ও বিক্রির জন্য মহিলাদের নিয়োগ করা হবে।

5/5

ধর্মেন্দ্র প্রধানের কথায়, ''এই প্রকল্পের জেরে লাভবান হতে চলেছে ওডিশার ২.২৫ কোটি মহিলা। স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারকে গণ আন্দোলনে পরিণত করতে হবে। বলে রাখি, ওডিশায় মাত্র ৩৩.৫ শতাংশ মহিলাই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন''।