করোনাকে 'বুড়ো আঙুল'! এখানে রমরমিয়ে চলছে ফুটবল

Mar 30, 2020, 19:02 PM IST
1/5

 কারোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বে। দিনদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্যাপক প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে।  করোনার কারণে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন দেশের ফুটবল লিগ।  

2/5

অথচ পূর্ব ইউরোপের দেশ বেলারুশের ফুটবলে কোনও প্রভাব পড়েনি মারণ ভাইরাসের। রমরমিয়ে চলছে সেদেশের ফুটবল লিগ।  

3/5

৯৫ লক্ষ মানুষের বাস এই দেশে। একশোর কিছু কম মানুষ কারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নেই কোনও মৃত্যুর খবর।

4/5

ইউরোপের অধিকাংশ দেশ যেখানে সীমান্ত বন্ধ করে দিয়েছে ,এমনকি কোয়ারেন্টাইন এ থাকছেন বেশিরভাগ মানুষজন, সেখানে বেলারুশে সর্তকতা অবলম্বন করেই চলছে ফুটবল লিগ।  

5/5

বেলারুশ ফুটবল ফেডারেশনের মুখপাত্র জানিয়েছেন, "অন্য রকমের ব্যবস্থা । আমরা এর আগে এরকম জনপ্রিয়তা দেখিনি বেলারুশ ফুটবল লিগের। "